Ajker Patrika

উৎসাহ-উদ্দীপনায় উদ্‌যাপিত হলো প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবর্ণজয়ন্তী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত ও অন্যদের সঙ্গে ফটোসেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: আইএসপিআর
পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত ও অন্যদের সঙ্গে ফটোসেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: আইএসপিআর

যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ সোমবার (৭ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুবর্ণজয়ন্তী বা ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। স্বাধীন বাংলাদেশে ১৯৭৫ সালের ৫ জুলাই গঠিত হয়েছিল এই বিশেষ বাহিনী।

৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছান। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি পিজিআরের কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি এই রেজিমেন্টের অফিসার ও জুনিয়র কমিশন্ড অফিসার-জেসিওদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআরে কর্মরত সব অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।

তাঁর বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি পিজিআরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করেন। একই সঙ্গে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাঁচজন শহীদসহ সব প্রয়াত সৈনিককে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ ছাড়া রাষ্ট্রপতি পিজিআর সদস্যদের একাগ্রতা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তিনি তাঁদের সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দেন।

অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। এ ছাড়া সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি), সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি), রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব, প্রতিরক্ষাসচিব, রাষ্ট্রপতির সামরিক সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ

আ.লীগের অপরাধীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

ভারত–চীন সীমান্তের শীতল লাদাখ জেন–জি আন্দোলনে অগ্নিগর্ভ কেন

ভারতের কাছে হারের পর বাংলাদেশকে ধুয়ে দিলেন রুবেল

চীনা নেতৃত্বাধীন বৃহত্তম বাণিজ্য জোট আরসিইপিতে যোগ দিতে চায় বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত