নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এয়ার বাবল চুক্তির আওতায় আগামী শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী উড়োজাহাজ চালু হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে পাঠানো ফিরতি চিঠিতে এ কথা বলা হয়েছে।
বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী, নিয়মিত ফ্লাইট চলাচল শুরুর আগে পর্যন্ত বাংলাদেশ থেকে সপ্তাহে সাতটি ফ্লাইট চলাচল করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা ও ঢাকা-দিল্লি দুটি করে চারটি এবং বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা-চেন্নাই সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
অবশ্য সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনার প্রস্তাবও রেখেছে বেবিচক। এ প্রস্তাব অনুযায়ী, বিমান ঢাকা-কলকাতা তিনটি ও ঢাকা-দিল্লি দুটি, ইউএস বাংলা ঢাকা-কলকাতা একটি ও ঢাকা-চেন্নাই তিনটি এবং নভোএয়ার একটি ফ্লাইট পরিচালনা করবে।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এয়ার বাবলের কিছু শর্তও উল্লেখ করা হয়েছে।
শর্তের মধ্যে রয়েছে, কোভিড টিকা নেওয়া থাকুক বা না থাকুক ভারত ভ্রমণ করা যাত্রীকে বাংলাদেশে ১৪ দিনের কঠোর হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই সঙ্গে পিসিআর টেস্টসহ গত ১৬ আগস্ট জারি করা এয়ার ট্রান্সপোর্টেশন সার্কুলারে উল্লেখিত অন্যান্য নির্দেশনাও তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই নির্দেশনা সময়ের সঙ্গে পরিবর্তিতও হতে পারে। এ ছাড়া প্রতি ফ্লাইটের ধারণ ক্ষমতার ৯০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না।
দুই দেশেই অপর দেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে ভবিষ্যতে আরও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সতর্কতা অবলম্বন করা হতে পারে।
জানা যায়, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় গত ২৮ আগস্ট বেবিচককে এক চিঠিতে ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চলাচলের কথা জানায়। সেই চিঠির জবাবে বেবিচক ৪ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর কথা বলেছে।
এর আগে গত ৪ আগস্ট বেবিচক ভারতীয় কর্তৃপক্ষকে এয়ার বাবল চুক্তির প্রস্তাব দিয়ে একটি চিঠি দেয়। সেই চিঠির জবাবেই ভারতীয় কর্তৃপক্ষ ফ্লাইট চলাচলের তারিখ ঘোষণা করে। সেখানে বলা হয়, ভারত তাদের তিনটি এয়ারলাইনসকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।
চিঠিতে ভারতীয় কর্তৃপক্ষও বাংলাদেশ থেকে ভারত যাওয়া যাত্রীদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করানোর কথা বলেছে। তবে এই সময়ে ভ্রমণ ভিসাধারী যাত্রীদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এয়ার বাবল চুক্তির আওতায় আগামী শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী উড়োজাহাজ চালু হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে পাঠানো ফিরতি চিঠিতে এ কথা বলা হয়েছে।
বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী, নিয়মিত ফ্লাইট চলাচল শুরুর আগে পর্যন্ত বাংলাদেশ থেকে সপ্তাহে সাতটি ফ্লাইট চলাচল করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা ও ঢাকা-দিল্লি দুটি করে চারটি এবং বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা-চেন্নাই সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
অবশ্য সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনার প্রস্তাবও রেখেছে বেবিচক। এ প্রস্তাব অনুযায়ী, বিমান ঢাকা-কলকাতা তিনটি ও ঢাকা-দিল্লি দুটি, ইউএস বাংলা ঢাকা-কলকাতা একটি ও ঢাকা-চেন্নাই তিনটি এবং নভোএয়ার একটি ফ্লাইট পরিচালনা করবে।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এয়ার বাবলের কিছু শর্তও উল্লেখ করা হয়েছে।
শর্তের মধ্যে রয়েছে, কোভিড টিকা নেওয়া থাকুক বা না থাকুক ভারত ভ্রমণ করা যাত্রীকে বাংলাদেশে ১৪ দিনের কঠোর হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই সঙ্গে পিসিআর টেস্টসহ গত ১৬ আগস্ট জারি করা এয়ার ট্রান্সপোর্টেশন সার্কুলারে উল্লেখিত অন্যান্য নির্দেশনাও তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই নির্দেশনা সময়ের সঙ্গে পরিবর্তিতও হতে পারে। এ ছাড়া প্রতি ফ্লাইটের ধারণ ক্ষমতার ৯০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না।
দুই দেশেই অপর দেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে ভবিষ্যতে আরও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সতর্কতা অবলম্বন করা হতে পারে।
জানা যায়, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় গত ২৮ আগস্ট বেবিচককে এক চিঠিতে ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চলাচলের কথা জানায়। সেই চিঠির জবাবে বেবিচক ৪ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর কথা বলেছে।
এর আগে গত ৪ আগস্ট বেবিচক ভারতীয় কর্তৃপক্ষকে এয়ার বাবল চুক্তির প্রস্তাব দিয়ে একটি চিঠি দেয়। সেই চিঠির জবাবেই ভারতীয় কর্তৃপক্ষ ফ্লাইট চলাচলের তারিখ ঘোষণা করে। সেখানে বলা হয়, ভারত তাদের তিনটি এয়ারলাইনসকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।
চিঠিতে ভারতীয় কর্তৃপক্ষও বাংলাদেশ থেকে ভারত যাওয়া যাত্রীদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করানোর কথা বলেছে। তবে এই সময়ে ভ্রমণ ভিসাধারী যাত্রীদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
দেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
৫ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
৫ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৬ ঘণ্টা আগেসরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়া সহজ করতে ১০-১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেওয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ
৬ ঘণ্টা আগে