Ajker Patrika

মার্কিন ভিসা বাতিলের বিষয়ে কিছুই জানেন না সাবেক সেনাপ্রধান আজিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ২০: ২০
মার্কিন ভিসা বাতিলের বিষয়ে কিছুই জানেন না সাবেক সেনাপ্রধান আজিজ

মার্কিন ভিসা বাতিলের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘মার্কিন ভিসা বাতিল নিয়ে আমাকে কোনো চিঠি বা ই-মেইল করা হয়নি। এ বিষয়ে কিছুই জানা নেই। বর্তমানে ছেলের চিকিৎসার স্বার্থে দেশের বাইরে অবস্থান করছি। আগামী সাত দিনের মধ্যে হয়তো দেশে ফেরত আসব।’

আজিজ আহমেদ বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম তাঁর আমেরিকার ভিসা বাতিলের যে দাবি করেছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। আমেরিকার কোনো কর্তৃপক্ষের কাছ থেকে তিনি ভিসা বাতিল-সংক্রান্ত কোনো ফোনকল, ই-মেইল বা ডাকযোগে কোনো তথ্য বা চিঠি পাননি। এটা স্বার্থান্বেষী মহলের বিশেষ উদ্দেশে পরিচালিত গুজব। 

এর আগে সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। আর এ ভিসা বাতিলের বিষয়টি এক চিঠির মাধ্যমে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ ২০১৮ সালের ১৮ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান। সেনাপ্রধান হওয়ার আগে তিনি সেনাবাহিনীর সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ছিলেন। তার আগে তিনি ময়মনসিংহে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন। তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত