Ajker Patrika

মার্কিন ভিসা বাতিলের বিষয়ে কিছুই জানেন না সাবেক সেনাপ্রধান আজিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ২০: ২০
মার্কিন ভিসা বাতিলের বিষয়ে কিছুই জানেন না সাবেক সেনাপ্রধান আজিজ

মার্কিন ভিসা বাতিলের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘মার্কিন ভিসা বাতিল নিয়ে আমাকে কোনো চিঠি বা ই-মেইল করা হয়নি। এ বিষয়ে কিছুই জানা নেই। বর্তমানে ছেলের চিকিৎসার স্বার্থে দেশের বাইরে অবস্থান করছি। আগামী সাত দিনের মধ্যে হয়তো দেশে ফেরত আসব।’

আজিজ আহমেদ বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম তাঁর আমেরিকার ভিসা বাতিলের যে দাবি করেছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। আমেরিকার কোনো কর্তৃপক্ষের কাছ থেকে তিনি ভিসা বাতিল-সংক্রান্ত কোনো ফোনকল, ই-মেইল বা ডাকযোগে কোনো তথ্য বা চিঠি পাননি। এটা স্বার্থান্বেষী মহলের বিশেষ উদ্দেশে পরিচালিত গুজব। 

এর আগে সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। আর এ ভিসা বাতিলের বিষয়টি এক চিঠির মাধ্যমে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ ২০১৮ সালের ১৮ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান। সেনাপ্রধান হওয়ার আগে তিনি সেনাবাহিনীর সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ছিলেন। তার আগে তিনি ময়মনসিংহে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন। তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত