Ajker Patrika

নির্বাচনী ব্যবস্থা সংস্কারের সুপারিশ করব, বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৫৮
নির্বাচনী ব্যবস্থা সংস্কারের সুপারিশ করব, বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়: বদিউল আলম

অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘দেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কারের সুপারিশ করব, বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য  করেন।

বদিউল আলম মজুমদার বলেন, ৯০ দিন আমাদের সময় দেওয়া হয়েছে। পয়লা অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

তিনি বলেন, ‘কমিশন সংস্কারের কাজ তো এই সময়ের মধ্যে করতে হবে। নির্বাচনী ব্যবস্থার সব দিক পর্যালোচনা করে তার ভিত্তিতে আমরা সংস্কারের সুপারিশ প্রণয়ন করব। তবে এটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়।’ 

এই সময়ের মধ্যে সংস্কার সম্ভব হবে কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সংস্কারের কার্যক্রম নির্ধারণ হবে। সংলাপের মাধ্যমে একটা রোডম্যাপ তৈরি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত