Ajker Patrika

আরও বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরও বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সিলেট-সুনামগঞ্জের মতো সম্ভাব্য আরও বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দেন।

পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা সাংবাদিকদের জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম সচিব বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সিলেট অঞ্চলে পানি কিছুটা কমেছে। এ জন্য আত্মসন্তুষ্টির কিছু নেই। পরে যেকোনো সময়ে এই ধরনের বন্যা আসতে পারে। ভারতের আসামে বড় বন্যা হয়েছে। কিন্তু আসামের পানি সেভাবে বাংলাদেশে আসেনি। দেশে মেঘালয়ের পানি এসেছে। সিলেট ও সুনামগঞ্জসহ বিভিন্ন জেলা প্রশাসকদের বলে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের জেলা প্রশাসকদেরও বলা হয়েছে, আসামের পানি এলে তাঁরা যেন প্রস্তুত থাকেন।’ 

বন্যা দুর্গত এলাকা পরিদর্শন, অসহায়দের পাশে দাঁড়াতে ও তাঁদের প্রতি সহমর্মিতা জানাতে প্রধানমন্ত্রী সিলেট সফরে যাচ্ছেন—এ তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বন্যার মতো এ ভয়াবহ দুর্যোগকালীন নির্দেশনা মোতাবেক সবার ছুটি বাতিল করা হয়েছে। উপজেলা পর্যায়ে সবাইকে একসঙ্গে বসে বন্যা মোকাবিলায় কর্মপরিকল্পনা ঠিক করতে বলা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘একই সঙ্গে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে। বিশেষত কৃষিমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে, এরপর বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে যেন ভাসমান বীজতলা করার প্রস্তুতি নেওয়া হয়। এবার বন্যায় যেভাবে পানি এসেছে, তা গত ৫০-৬০ বছরের মধ্যে তা হয়নি।’

আনোয়ারুল ইসলাম বলেন, ‘সুনামগঞ্জের একটি খাদ্য গুদামে ৭ হাজার ৫০০ মেট্রিক টন খাদ্য ছিল। চারপাশে দেয়াল তৈরি করে সুনামগঞ্জ সদরের খাদ্যগুদাম রক্ষা করা হয়েছে। আর একটা গুদামে ৫ হাজার মেট্রিক টন সার ছিল, সেটিও রক্ষা করা হয়েছে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সিলেটের বন্যায় সবচেয়ে প্রশংসিত বিষয়, সেখানকার মানুষের ধৈর্য। সিলেটে মানুষ ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছে, মানুষ কোথাও ক্ষুব্ধ হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত