Ajker Patrika

তুরস্ক দূতাবাসের নামে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে: রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২২: ৩৯
তুরস্ক দূতাবাসের নামে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে: রাষ্ট্রদূত

তুরস্ক দূতাবাসের নামে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। আজ সোমবার দুপুরে এক টুইট বার্তায় তিনি এ তথ্য জানান।

টুইট বার্তায় মুস্তাফা ওসমান তুরান বলেন, কিছু বিদ্বেষপরায়ণ ব্যক্তি গত শুক্রবার থেকে তুরস্ক দূতাবাসকে লক্ষ করে ‘ফেক নিউজ’ বা মিথ্যা খবর ছড়াচ্ছে। বর্তমানে তুরস্ক দূতাবাসের কোনো কর্মকর্তার করোনা নেই। দূতাবাস খোলা রয়েছে এবং পূর্ণ সক্ষমতায় কাজ করছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

টুইটে একটি ই-মেইলের ছবিও পোস্ট করেছেন মুস্তাফা ওসমান তুরান। ই-মেইলের বিষয়ে ওমিক্রনের কারণে দূতাবাস বন্ধের কথা বলা হয়েছে। ই-মেইলের বিস্তারিত বলা হয়েছে যে, মহামারি পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় এবং দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ঢাকার তুরস্ক দূতাবাস তাদের কর্মীদের আইসোলেশনে পাঠিয়ে দিয়েছে। আর সর্বসাধারণের জন্য দূতাবাস বন্ধ থাকবে। এতে দূতাবাসের ই-মেইল ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করা হয়েছে।

তবে ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজকে বিকেল পর্যন্তও আমাদের কাছে এমন ধরনের লিখিত বা মৌখিক কোন অভিযোগ আসেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত