আজকের পত্রিকা ডেস্ক
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে ‘হট টেস্টিং’ বা বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্ভরযোগ্যতা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ওয়ার্ল্ড নিউক্লিয়ার নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের একটি অংশ এটমস্ট্রয়এক্সপোর্ট (এএসই) জানিয়েছে, এই পরীক্ষার সময় চুল্লি ইউনিটকে উত্তপ্ত করা হচ্ছে এবং বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে পাম্প, পাইপলাইন, তাপ বিনিময় সরঞ্জামসহ প্রধান উপাদানগুলো কীভাবে কাজ করে তা ধাপে ধাপে পরীক্ষা করছেন। লোডের অধীনে সরঞ্জামের আচরণ রেকর্ড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটিই পরবর্তীতে প্ল্যান্টের নির্ভরযোগ্য কার্যক্রম নিশ্চিত করবে।
‘হট টেস্টিং’ মূলত চুল্লি ইউনিটের নির্ভরযোগ্যতা পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়। পরে আরও গুরুত্বপূর্ণ ধাপগুলোতে যাওয়ার আগে এই পরীক্ষা করা হয়। সিস্টেমটি বাস্তব অপারেশনের কাছাকাছি পরিস্থিতিতে কাজ করার জন্য কতটা প্রস্তুত, সেটি এই পরীক্ষার মাধ্যমে জানা যায়।
গত জুনে রূপপুর ইউনিট ১-এর কন্টেইনমেন্ট বিল্ডিংয়ের লিকেজ পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হয়েছে। এ ছাড়া, গত জুনের শেষের দিকে ইউনিটের জন্য স্টেপ-আপ ট্রান্সফরমার এবং সহায়ক ট্রান্সফরমার চালু করা হয়েছে। এসব স্টেপ-আপ ট্রান্সফরমার টার্বোজেনারেটর দ্বারা উৎপাদিত ২৪ কেভি ভোল্টেজকে ৪০০ কেভিতে রূপান্তর করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। এগুলোর মোট ১ হাজার ৫৯৯ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনের সক্ষমতা রয়েছে, যেখানে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।
২০১১ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার রোসাটম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের জন্য রাজধানী ঢাকা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে রূপপুরে দুটি চুল্লি নির্মাণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। প্রকল্পের প্রাথমিক চুক্তিতে ব্যয় ধরা হয় ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৫ সালের ডিসেম্বরে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ২০১৬ সালের জুনে রূপপুর প্ল্যান্টের জন্য প্রথম সাইট লাইসেন্স জারি করে।
প্রথম ইউনিটের নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালের নভেম্বরে। দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালের জুলাই মাসে। এই ইউনিটগুলোর প্রাথমিক আয়ুষ্কাল ৬০ বছর। এটি আরও ২০ বছর বাড়ানো সম্ভব।
২০২৩ সালের অক্টোবরে পারমাণবিক জ্বালানির প্রথম ব্যাচ সাইটে সরবরাহ করা হয়। এর মাধ্যমে রূপপুর একটি পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। গত মার্চে রূপপুর ইউনিট ১-এর টারবাইন স্থাপন সম্পন্ন হয়েছে এবং প্রাথমিক সার্কিট সিস্টেম ও সরঞ্জাম পরীক্ষা করার জন্য হাইড্রোলিক পরীক্ষাও শেষ হয়েছে।
রূপপুর ইউনিট ১-এর গ্রিড সংযোগকে চলতি বছরের অন্যতম প্রধান লক্ষ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে রোসাটম। চলতি বছর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে চালু করা যাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে ‘হট টেস্টিং’ বা বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্ভরযোগ্যতা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ওয়ার্ল্ড নিউক্লিয়ার নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের একটি অংশ এটমস্ট্রয়এক্সপোর্ট (এএসই) জানিয়েছে, এই পরীক্ষার সময় চুল্লি ইউনিটকে উত্তপ্ত করা হচ্ছে এবং বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে পাম্প, পাইপলাইন, তাপ বিনিময় সরঞ্জামসহ প্রধান উপাদানগুলো কীভাবে কাজ করে তা ধাপে ধাপে পরীক্ষা করছেন। লোডের অধীনে সরঞ্জামের আচরণ রেকর্ড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটিই পরবর্তীতে প্ল্যান্টের নির্ভরযোগ্য কার্যক্রম নিশ্চিত করবে।
‘হট টেস্টিং’ মূলত চুল্লি ইউনিটের নির্ভরযোগ্যতা পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়। পরে আরও গুরুত্বপূর্ণ ধাপগুলোতে যাওয়ার আগে এই পরীক্ষা করা হয়। সিস্টেমটি বাস্তব অপারেশনের কাছাকাছি পরিস্থিতিতে কাজ করার জন্য কতটা প্রস্তুত, সেটি এই পরীক্ষার মাধ্যমে জানা যায়।
গত জুনে রূপপুর ইউনিট ১-এর কন্টেইনমেন্ট বিল্ডিংয়ের লিকেজ পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হয়েছে। এ ছাড়া, গত জুনের শেষের দিকে ইউনিটের জন্য স্টেপ-আপ ট্রান্সফরমার এবং সহায়ক ট্রান্সফরমার চালু করা হয়েছে। এসব স্টেপ-আপ ট্রান্সফরমার টার্বোজেনারেটর দ্বারা উৎপাদিত ২৪ কেভি ভোল্টেজকে ৪০০ কেভিতে রূপান্তর করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। এগুলোর মোট ১ হাজার ৫৯৯ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনের সক্ষমতা রয়েছে, যেখানে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।
২০১১ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার রোসাটম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের জন্য রাজধানী ঢাকা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে রূপপুরে দুটি চুল্লি নির্মাণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। প্রকল্পের প্রাথমিক চুক্তিতে ব্যয় ধরা হয় ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৫ সালের ডিসেম্বরে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ২০১৬ সালের জুনে রূপপুর প্ল্যান্টের জন্য প্রথম সাইট লাইসেন্স জারি করে।
প্রথম ইউনিটের নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালের নভেম্বরে। দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালের জুলাই মাসে। এই ইউনিটগুলোর প্রাথমিক আয়ুষ্কাল ৬০ বছর। এটি আরও ২০ বছর বাড়ানো সম্ভব।
২০২৩ সালের অক্টোবরে পারমাণবিক জ্বালানির প্রথম ব্যাচ সাইটে সরবরাহ করা হয়। এর মাধ্যমে রূপপুর একটি পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। গত মার্চে রূপপুর ইউনিট ১-এর টারবাইন স্থাপন সম্পন্ন হয়েছে এবং প্রাথমিক সার্কিট সিস্টেম ও সরঞ্জাম পরীক্ষা করার জন্য হাইড্রোলিক পরীক্ষাও শেষ হয়েছে।
রূপপুর ইউনিট ১-এর গ্রিড সংযোগকে চলতি বছরের অন্যতম প্রধান লক্ষ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে রোসাটম। চলতি বছর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে চালু করা যাবে বলে আশা করা হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সচিবের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। চুক্তিতে নিয়োজিত এই কর্মকর্তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৮ মিনিট আগেতাঁরা মনে করেন, দখলমুক্ত খাস জমি পর্যটন খাতের সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করবে এবং ধূমপানমুক্ত পরিবেশ স্থানীয় ও বিদেশি পর্যটকদের জন্য একটি স্বাস্থ্যসম্মত গন্তব্য নিশ্চিত করবে।
৩২ মিনিট আগেস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের ঝুঁকি নেই। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়া শ্রেয়।’
১ ঘণ্টা আগে