নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতে গিয়ে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নিখোঁজ হওয়ার বিষয়টি গতকাল সোমবার ভারতকে কূটনৈতিকভাবে জানিয়েছে বাংলাদেশ। তাঁর খোঁজ পেতে পরিবার ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাকিয়ে আছে ভারতের পুলিশের দিকে।
এমপি আনোয়ারুল আজিমের ভাতিজা সাইমন ইতিমধ্যে ভারতে গেছেন। জানা গেছে, এমপির বড় মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ব্যক্তিগত সহকারী (পিএস) গতকাল ভিসার জন্য ভারতীয় দূতাবাসে আবেদন করেছেন। আনোয়ারুল আজিমের নিখোঁজের খবর জানাজানি হওয়ার পর তাঁর ব্যবহৃত দুটি মোবাইল নম্বর আর খোলা হয়নি।
ডিএমপির একজন শীর্ষ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, আনোয়ারুল আজিম ১৫ মে কলকাতার একটি আবাসিক হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠেছিলেন।
এরপর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। গাড়িটি শনাক্তের চেষ্টা করছে কলকাতার পুলিশ। গাড়িটির সন্ধান মিললে তাঁকেও হয়তো
পাওয়া যাবে। তাঁদের ধারণা, এমপি কোনো ফাঁদে পড়েছেন। তিনি বলেন, ভারতে নির্বাচন চলায় পুলিশ তা নিয়ে বেশি ব্যস্ত। তারপরও তাঁরা চেষ্টা করছেন। আপডেট জানাচ্ছেন।
গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে একটি বৈঠক হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, আইজিপি, ডিএমপির কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়ার নির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত একজন পুলিশ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি দুই দেশের পুলিশ তথ্য আদান-প্রদান করবে।
ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের এমপি আনোয়ারুল আজিম চিকিৎসা করাতে ও বন্ধুর মেয়ের বিয়েতে যোগ দিতে ১২ মে দর্শনা স্থলবন্দর দিয়ে কলকাতায় যান। ১৫ মে থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিষয়টি তাঁর মেয়ে ডরিন ভারতে এমপির বন্ধু গোপাল বিশ্বাসকে জানান। গোপাল এ বিষয়ে কলকাতার বরাহনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। ইতিমধ্যে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে।
গতকাল দুপুরে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। যা করার দুই দেশের পুলিশ করবে। তবে পুলিশকে রোববার বিষয়টি জানানোর পর বাবার মোবাইল আর একবারের জন্যও খোলা পাওয়া যায়নি। বারবার চেষ্টা করছি। আমরা উদ্বিগ্ন।’
এ বিষয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কলকাতার পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি। কূটনৈতিকভাবেও চেষ্টা করা হচ্ছে। তবে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোনই বন্ধ। তাঁকে উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ভারতে গিয়ে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নিখোঁজ হওয়ার বিষয়টি গতকাল সোমবার ভারতকে কূটনৈতিকভাবে জানিয়েছে বাংলাদেশ। তাঁর খোঁজ পেতে পরিবার ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাকিয়ে আছে ভারতের পুলিশের দিকে।
এমপি আনোয়ারুল আজিমের ভাতিজা সাইমন ইতিমধ্যে ভারতে গেছেন। জানা গেছে, এমপির বড় মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ব্যক্তিগত সহকারী (পিএস) গতকাল ভিসার জন্য ভারতীয় দূতাবাসে আবেদন করেছেন। আনোয়ারুল আজিমের নিখোঁজের খবর জানাজানি হওয়ার পর তাঁর ব্যবহৃত দুটি মোবাইল নম্বর আর খোলা হয়নি।
ডিএমপির একজন শীর্ষ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, আনোয়ারুল আজিম ১৫ মে কলকাতার একটি আবাসিক হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠেছিলেন।
এরপর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। গাড়িটি শনাক্তের চেষ্টা করছে কলকাতার পুলিশ। গাড়িটির সন্ধান মিললে তাঁকেও হয়তো
পাওয়া যাবে। তাঁদের ধারণা, এমপি কোনো ফাঁদে পড়েছেন। তিনি বলেন, ভারতে নির্বাচন চলায় পুলিশ তা নিয়ে বেশি ব্যস্ত। তারপরও তাঁরা চেষ্টা করছেন। আপডেট জানাচ্ছেন।
গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে একটি বৈঠক হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, আইজিপি, ডিএমপির কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়ার নির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত একজন পুলিশ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি দুই দেশের পুলিশ তথ্য আদান-প্রদান করবে।
ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের এমপি আনোয়ারুল আজিম চিকিৎসা করাতে ও বন্ধুর মেয়ের বিয়েতে যোগ দিতে ১২ মে দর্শনা স্থলবন্দর দিয়ে কলকাতায় যান। ১৫ মে থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিষয়টি তাঁর মেয়ে ডরিন ভারতে এমপির বন্ধু গোপাল বিশ্বাসকে জানান। গোপাল এ বিষয়ে কলকাতার বরাহনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। ইতিমধ্যে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে।
গতকাল দুপুরে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। যা করার দুই দেশের পুলিশ করবে। তবে পুলিশকে রোববার বিষয়টি জানানোর পর বাবার মোবাইল আর একবারের জন্যও খোলা পাওয়া যায়নি। বারবার চেষ্টা করছি। আমরা উদ্বিগ্ন।’
এ বিষয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কলকাতার পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি। কূটনৈতিকভাবেও চেষ্টা করা হচ্ছে। তবে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোনই বন্ধ। তাঁকে উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, যেনতেনভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন বাতিল করা যাবে না। কোনো আবেদন বাতিল করা হলে তার কারণ উল্লেখ করতে হবে। এ বিষয়ে মাঠপর্যায়ে চিঠি দেওয়া হয়েছে। কারণ উল্লেখ না করে আবেদন বাতিল করলে সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
২১ মিনিট আগেদেশের ৬৪ জেলার ৬৪ উপজেলায় মাসব্যাপী ভ্রাম্যমাণ মাটি পরীক্ষা শুরু হয়েছে। এ মাটি পরীক্ষা কার্যক্রম চলবে আগামী এক মাস (৫ জুন পর্যন্ত)। এ সেবায় ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার (ভ্রাম্যমাণ গাড়ি) গিয়ে কৃষকদের মাটি পরীক্ষা করে দেবে। এতে কৃষকের ব্যয় হবে মাত্র ২৫ টাকা। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট
৩০ মিনিট আগেবাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের সময় নির্ধারণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কোনো ধরনের চাপ দেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেশ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেনকে পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। প্রেষণে তাঁকে ওই পদে নিয়োগ দিতে আজ সোমবার তাঁর চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে