Ajker Patrika

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের তিনটি ধারা চ্যালেঞ্জের রিট খারিজ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুন ২০২৩, ১৪: ০৩
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের তিনটি ধারা চ্যালেঞ্জের রিট খারিজ 

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের ৯, ১৩ এবং ১৪ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, ওই তিনটি ধারা সংবিধান পরিপন্থী নয়।

আজ বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামান।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার ওমর ফারুক। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

পরে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১-এর তিনটি ধারা চ্যালেঞ্জ করে দুটি রিট দায়ের করা হয়েছিল। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ রুলটি খারিজ করে দিয়েছেন। একই সঙ্গে স্থিতিবস্থার আদেশ বাতিল করে দিয়েছেন। জেলা প্রশাসকের যদি এই প্রত্যপর্তন সম্পত্তি লিজ দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে সম্পত্তি বেহাত হয়ে যাবে। এটা সরকার ও জনগণের স্বার্থেই করা হয়েছে। 

অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন, ২০০১-এর ৯ (১) ধারায় বলা হয়েছে, সরকার এই ধারার বিধান অনুযায়ী ক তফসিলে বর্ণিত প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকা প্রস্তুত করে গেজেট প্রকাশ করবে। ১৩ (১) ধারায় বলা হয়েছে, সরকারি গেজেটে প্রকাশের তারিখে যদি কোনো আদালতে এমন দেওয়ানি মামলা অনিষ্পন্ন থাকে, তাহলে তা বতিল বলে গণ্য হবে। এ ছাড়া ১৪ (১) ধারায় বলা হয়েছে, সম্পত্তি প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত উক্ত সম্পত্তি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থাকিবে এবং তিনি প্রচলিত আইন অনুযায়ী উহা ইজারা প্রদান করিবেন ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত