নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এই মন্ত্রণালয়কে আরও সুরক্ষিত করতে প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হচ্ছে। বিশেষ করে দর্শনার্থীদের যথেচ্ছ চলাফেরা নিয়ন্ত্রণ করা এর উদ্দেশ্য।
এখন থেকে আর অন্যান্য মন্ত্রণালয়ের প্রবেশ পাস নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া যাবে না। সেখানে যেতে হলে কর্তৃপক্ষের আলাদা অনুমোদন লাগবে। ইতিমধ্যে নিরাপত্তার জন্য প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের কাজ শুরু হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন দর্শনার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশের পর যেকোনো মন্ত্রণালয়ে যেতে পারেন। কোনো কোনো ভবনে একাধিক মন্ত্রণালয় থাকলেও স্বরাষ্ট্র, অর্থ, গৃহায়ন ও গণপূর্ত, মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য আলাদা ভবন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে প্রবেশ করতে হলে তাদের অনুমোদন লাগবে। বিশেষ করে দর্শনার্থীদের প্রবেশের জন্য যে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) থাকবে, সেটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের অনুমোদন থাকতে হবে। তবে মন্ত্রণালয়ের ভেতরে কাজে নিয়োজিত স্মার্ট কার্ডধারী কর্মকর্তা-কর্মচারীরা কার্ড পাঞ্চ করে ঢুকতে পারবেন। গণমাধ্যমকর্মীদেরও প্রবেশে কোনো সমস্যা হবে না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনার পর থেকে নিরাপত্তার বিষয় বিবেচনায় প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের কথা চিন্তা করা হচ্ছিল। শুরুতে পরীক্ষামূলকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য এই যন্ত্র স্থাপন করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য মন্ত্রণালয়েও তা করা হবে।
স্বরাষ্ট্র থেকে অন্য একটি মন্ত্রণালয়ে সদ্য বদলি হয়ে যাওয়া এক কর্মকর্তা বলেন, অনেক দর্শনার্থী এক মন্ত্রণালয়ের পাস নিয়ে নিজেদের কাজ শেষ করে অন্যান্য মন্ত্রণালয়ে ঘুরে বেড়ান। বিভিন্ন কাজে তদবির করা এদের অন্যতম লক্ষ্য। এতে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটে। দর্শনার্থীরা যাতে নিজের কাজের বাইরে অন্যান্য মন্ত্রণালয়ে ঘুরে তদবির করতে না পারেন, সে জন্য প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের বিষয়টি ভাবা হয়েছে।
জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার যুগ্ম সচিব মো. আবদুল্লাহ হাককানী আজকের পত্রিকাকে বলেন, ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষামূলকভাবে প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হচ্ছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এই মন্ত্রণালয়কে আরও সুরক্ষিত করতে প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হচ্ছে। বিশেষ করে দর্শনার্থীদের যথেচ্ছ চলাফেরা নিয়ন্ত্রণ করা এর উদ্দেশ্য।
এখন থেকে আর অন্যান্য মন্ত্রণালয়ের প্রবেশ পাস নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া যাবে না। সেখানে যেতে হলে কর্তৃপক্ষের আলাদা অনুমোদন লাগবে। ইতিমধ্যে নিরাপত্তার জন্য প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের কাজ শুরু হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন দর্শনার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশের পর যেকোনো মন্ত্রণালয়ে যেতে পারেন। কোনো কোনো ভবনে একাধিক মন্ত্রণালয় থাকলেও স্বরাষ্ট্র, অর্থ, গৃহায়ন ও গণপূর্ত, মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য আলাদা ভবন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে প্রবেশ করতে হলে তাদের অনুমোদন লাগবে। বিশেষ করে দর্শনার্থীদের প্রবেশের জন্য যে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) থাকবে, সেটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের অনুমোদন থাকতে হবে। তবে মন্ত্রণালয়ের ভেতরে কাজে নিয়োজিত স্মার্ট কার্ডধারী কর্মকর্তা-কর্মচারীরা কার্ড পাঞ্চ করে ঢুকতে পারবেন। গণমাধ্যমকর্মীদেরও প্রবেশে কোনো সমস্যা হবে না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনার পর থেকে নিরাপত্তার বিষয় বিবেচনায় প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের কথা চিন্তা করা হচ্ছিল। শুরুতে পরীক্ষামূলকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য এই যন্ত্র স্থাপন করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য মন্ত্রণালয়েও তা করা হবে।
স্বরাষ্ট্র থেকে অন্য একটি মন্ত্রণালয়ে সদ্য বদলি হয়ে যাওয়া এক কর্মকর্তা বলেন, অনেক দর্শনার্থী এক মন্ত্রণালয়ের পাস নিয়ে নিজেদের কাজ শেষ করে অন্যান্য মন্ত্রণালয়ে ঘুরে বেড়ান। বিভিন্ন কাজে তদবির করা এদের অন্যতম লক্ষ্য। এতে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটে। দর্শনার্থীরা যাতে নিজের কাজের বাইরে অন্যান্য মন্ত্রণালয়ে ঘুরে তদবির করতে না পারেন, সে জন্য প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের বিষয়টি ভাবা হয়েছে।
জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার যুগ্ম সচিব মো. আবদুল্লাহ হাককানী আজকের পত্রিকাকে বলেন, ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষামূলকভাবে প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হচ্ছে।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। আজ সোমবার (৪ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেক্ষমতার অপব্যবহার করে মিথ্যা হলফনামা দাখিল করে পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের নামে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, তাঁর নিজের নামে রাজধানীতে ছয়তলা বাড়ি থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে
১ ঘণ্টা আগেরাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ নির্দেশ দিয়েছিলেন। এর পর থেকে আর চিকিৎসা হয়নি। তাঁকে অন্য হাসপাতালেও নিতে দেওয়া হয়নি। তারা চেয়েছিল, পা কেটে কারাগারে নিয়ে যেতে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ রেলপথে সাম্প্রতিক কয়েকটি ট্রেন দুর্ঘটনার পেছনে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। এসব ঘটনায় প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও, ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটানোর প্রচেষ্টা স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে তারা। আজ সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর
২ ঘণ্টা আগে