নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাকশাল করে আওয়ামী লীগের শেষরক্ষা হয়নি। নির্বাচন কমিশন আইন করেও তাদের শেষরক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ‘বাকশাল: গণতন্ত্র হত্যার কালো দিবস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সেদিনও বাকশাল করেছিল নিজেদের বাঁচানোর আশায়, আজকেও তারা একটা নির্বাচন কমিশন আইন তৈরি করল। তারা ভাবছে তারা বেঁচে যাবে এই আইন পাস করে। কিন্তু তারা ভুলে গেল, বাকশাল করেও শেষ রক্ষা হয়নি। ঠিক একইভাবে এই আইন করেও তাঁদের শেষরক্ষা হবে না।’
বর্তমান সংসদের এই আইন পাস করার এখতিয়ার নেই এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এই সংসদ জনগণের দ্বারা কোনো নির্বাচিত সংসদ নয়। সুতরাং এই আইন শুধু আমাদের কাছে নয়, সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আর যে আইন মানুষ গ্রহণ করে না, এটা কোনো আইনই নয়। সেটাকে কেউ মানবে না। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এই আইন আমরা মানি না। এই হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনের প্রশ্নই উঠতে পারে না। আমরা আরেকবার বাকশালে ঢুকতে চাই না। আমরা বলেছি যে অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। তারা সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করবে। সেই সরকারের অধীনেই নির্বাচন হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘গত ১০ বছর ধরে একটা কথা আমি প্রায়ই বলি, এটা আমার উপলব্ধি, আমার অনুভূতি যে, এখন বাকশালটা নাই, কিন্তু একটা নতুন মোড়ক আছে। একটা গণতন্ত্রের মোড়ক, একটা লেবাস, একটা আলখাল্লা আর ভেতরে পুরো বাকশাল। এই হচ্ছে আওয়ামী লীগ এখন, এখনকার আওয়ামী লীগ। একদলীয় শাসনব্যবস্থা তারা করতে চায়, এটা তাদের অন্তরের বাসনা। তাদের চিন্তা-ভাবনা সব এক।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কারভাবে এখনো দাবি করছি, এই বিষয়ের সুষ্ঠু তদন্ত করে তা জনসমক্ষে প্রকাশ করা হোক।’
চতুর্দিকে লুটপাট করে আওয়ামী লীগ দেশকে ‘ফোকলা’ করে দিয়েছে অভিযোগ করে দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘জনগণ ঘর ছেড়ে বেরিয়ে আসছে, বেরিয়ে আসবে। আমাদের সঠিক সময়ে ওই ধরনের কর্মসূচি নিয়ে আসতে হবে, যাতে সরকার বাধ্য হয় বেরিয়ে যেতে। আর কোনো বাকশাল এই দেশে হতে দেওয়া হবে না। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আমরা বাংলাদেশের আত্মাকে আর হত্যা করতে দেব না।’
বাকশাল করে আওয়ামী লীগের শেষরক্ষা হয়নি। নির্বাচন কমিশন আইন করেও তাদের শেষরক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ‘বাকশাল: গণতন্ত্র হত্যার কালো দিবস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সেদিনও বাকশাল করেছিল নিজেদের বাঁচানোর আশায়, আজকেও তারা একটা নির্বাচন কমিশন আইন তৈরি করল। তারা ভাবছে তারা বেঁচে যাবে এই আইন পাস করে। কিন্তু তারা ভুলে গেল, বাকশাল করেও শেষ রক্ষা হয়নি। ঠিক একইভাবে এই আইন করেও তাঁদের শেষরক্ষা হবে না।’
বর্তমান সংসদের এই আইন পাস করার এখতিয়ার নেই এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এই সংসদ জনগণের দ্বারা কোনো নির্বাচিত সংসদ নয়। সুতরাং এই আইন শুধু আমাদের কাছে নয়, সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আর যে আইন মানুষ গ্রহণ করে না, এটা কোনো আইনই নয়। সেটাকে কেউ মানবে না। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এই আইন আমরা মানি না। এই হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনের প্রশ্নই উঠতে পারে না। আমরা আরেকবার বাকশালে ঢুকতে চাই না। আমরা বলেছি যে অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। তারা সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করবে। সেই সরকারের অধীনেই নির্বাচন হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘গত ১০ বছর ধরে একটা কথা আমি প্রায়ই বলি, এটা আমার উপলব্ধি, আমার অনুভূতি যে, এখন বাকশালটা নাই, কিন্তু একটা নতুন মোড়ক আছে। একটা গণতন্ত্রের মোড়ক, একটা লেবাস, একটা আলখাল্লা আর ভেতরে পুরো বাকশাল। এই হচ্ছে আওয়ামী লীগ এখন, এখনকার আওয়ামী লীগ। একদলীয় শাসনব্যবস্থা তারা করতে চায়, এটা তাদের অন্তরের বাসনা। তাদের চিন্তা-ভাবনা সব এক।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কারভাবে এখনো দাবি করছি, এই বিষয়ের সুষ্ঠু তদন্ত করে তা জনসমক্ষে প্রকাশ করা হোক।’
চতুর্দিকে লুটপাট করে আওয়ামী লীগ দেশকে ‘ফোকলা’ করে দিয়েছে অভিযোগ করে দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘জনগণ ঘর ছেড়ে বেরিয়ে আসছে, বেরিয়ে আসবে। আমাদের সঠিক সময়ে ওই ধরনের কর্মসূচি নিয়ে আসতে হবে, যাতে সরকার বাধ্য হয় বেরিয়ে যেতে। আর কোনো বাকশাল এই দেশে হতে দেওয়া হবে না। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আমরা বাংলাদেশের আত্মাকে আর হত্যা করতে দেব না।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণে দাবি ও আপত্তি নিয়ে শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে গত ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানার শুনানিতে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশের একটি ফরমড পুলিশ ইউনিট ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ১৮০ জন পুলিশ সদস্য ঢাকা ছেড়েছেন। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
৬ ঘণ্টা আগেবিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগেএসপি বলেন, সিলেটে সাদাপাথর লুটপাটের ঘটনায় সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট অনুসন্ধান শুরু করেছে। যে ৫০ জন ব্যক্তির নামে মামলা হয়েছে এবং দুদকের অনুসন্ধানে সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের সম্পদ ও ব্যাংক হিসাব খতিয়ে দেখবে সিআইডি।
৯ ঘণ্টা আগে