Ajker Patrika

অধিকার আদায়ের লড়াইয়ে নারীদের পাশে থাকবে জাপা: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অধিকার আদায়ের লড়াইয়ে নারীদের পাশে থাকবে জাপা: জি এম কাদের

অধিকার আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার জন্য দেশের নারী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। এই লড়াইয়ে তার দল সব সময় পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

আজ মঙ্গলবার বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় মহিলা পার্টি এই সভার আয়োজন করে। 

সকল ক্ষেত্রেই নারীরা ভালো করছে উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘তাঁরা শিক্ষা দীক্ষায় পুরুষের থেকেও এগিয়ে যাচ্ছে। ক্রীড়া ক্ষেত্রে ভালো করছে, রাজনীতিতে ভালো করছে, প্রশাসনিক কাজে দক্ষতার পরিচয় দিচ্ছে। এমনকি দেশ রক্ষার কাজেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপরও তাদের পিছিয়ে থাকার কারণ থাকতে পারে না। নারীদের এগিয়ে আসতে হবে। সম অধিকার নিশ্চিত করতে হলে নারীদের ঐক্যবদ্ধ হতে হবে। কোটার মধ্যে আবদ্ধ থেকে নয়, নিজেদের যোগ্যতা দিয়েই তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। সমতা না পাওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। জাতীয় পার্টি সব সময় তাদের পাশে থাকবে।’ 

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘দেশে মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী সমাজ যদি বৈষম্যের শিকার হয়, তাহলে সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। অথচ আমাদের দেশের নারী সমাজ সকল ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে। সুতরাং তাদের সমানভাবে জাতীয় উন্নয়নের কাজে লাগাতে হবে।’ 

জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক ও জাপার কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদসহ আরও অনেকে সভায় অংশ নেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত