নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ২৭ ধরনের তথ্য ও রেকর্ড চেয়ে বিসিবিতে আজ সোমবার একটি চিঠি পাঠিয়েছে দুদক। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। আগামী সাত কর্মদিবসের মধ্যে এসব নথি দুদকে পাঠাতে বলা হয়েছে।
সম্প্রতি দুদকের উপপরিচালক সাইদুজ্জামানকে দলনেতা করে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক সুবিমল চাকমা।
দুদকের অভিযোগে বলা হয়েছে, নাজমুল হাসান পাপন বিসিবি ও সরকারি অর্থের অপব্যবহার করে নিজ এবং পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন।
অনুসন্ধানের অংশ হিসেবে যেসব নথি চেয়েছে দুদক
দুদক বিসিবির কাছে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের জন্য পরামর্শক নিয়োগের প্রক্রিয়ায় পত্রিকায় প্রকাশিত ইওআই বিজ্ঞাপনের কপি, ইওআই ডকুমেন্ট অনুমোদনের চিঠি, ইওআইয়ের বিজ্ঞাপন, ইওআইয়ের সব মূল্যায়ন প্রতিবেদন, পরামর্শকদের ইওআই জমাদানের রেকর্ড, ইওআইয়ের ফলাফল প্রকাশ পর্যন্ত সব নথিপত্র, কারিগরি ও আর্থিক প্রস্তাব (টেকনিক্যাল ও ফাইন্যান্সিয়াল প্রপোজাল), ইওআইতে যোগ্যঘোষিত প্রতিষ্ঠানগুলোর তালিকা, প্রস্তাব ডকুমেন্ট অনুমোদনের কপি, মূল্যায়ন মানদণ্ড, কারিগরি ও আর্থিক মূল্যায়ন প্রতিবেদন, এলওআই বা কার্যাদেশের কপি, পরামর্শক নিয়োগের ক্ষেত্রে কোন নথি ও পদ্ধতি অনুসরণ করা হয়েছে তার রেকর্ড, পরামর্শক নিয়োগের গোপন ব্যয় নিরূপণ-সংক্রান্ত নথি এবং সম্পাদিত চুক্তিপত্রসহ সব রেকর্ডপত্রের সত্যায়িত অনুলিপি।
এ ছাড়া পূর্বাচল স্টেডিয়াম নির্মাণের জন্য কোন পদ্ধতিতে ঠিকাদার নিয়োগ করা হয়েছে, অনুমোদিত দরপত্র ডকুমেন্ট, অনুমোদিত দরপত্র বিজ্ঞপ্তির কপি, পত্রিকায় প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তির কপি, জমা করা সব দরপত্রের কপি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন প্রতিবেদন, দরপত্র অনুমোদনের চিঠি, কার্যাদেশ (এনওএ) এবং চুক্তিপত্রের কপি, ভূমি উন্নয়ন কাজের বিল পরিশোধ-সংক্রান্ত সব নথিপত্র (প্রি-সেকশন ও পোস্ট সেকশনের কপিসহ), বিল পরিশোধের কার্যাদেশের পরিমাণের সঙ্গে সম্পন্ন করা কাজের যদি কোনো পার্থক্য থাকে তার অনুমোদন কপি, অনুমোদিত মূল ব্যয় নিরূপণ ও (যদি থাকে) সংশোধিত অনুমোদিত ব্যয় নিরূপণ কপি, প্রকল্প প্রস্তাবনার (ডিপিপি) কপি, প্রকল্প অনুমোদনপত্র, বিদেশ থেকে আমদানি করা মালপত্রের আমদানির নথি এবং স্টেডিয়াম নির্মাণের জমি ক্রয় বা অধিগ্রহণ-সংক্রান্ত রেকর্ডপত্রের সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে।
একইভাবে, পাপনের দায়িত্বপালনকালে বিসিবির আয়ব্যয়-সংক্রান্ত অডিট প্রতিবেদন এবং আইসিসি ও এসিসি থেকে লভ্যাংশ প্রদান-সংক্রান্ত নীতিমালার সত্যায়িত কপি, লজিস্টিকস ও প্রটোকল বাবদ খরচের বিবরণ ও রেকর্ডের সত্যায়িত কপি, বিপিএল বাবদ খরচের বিবরণ এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত কপি, বিদেশি কোচ নিয়োগে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নাম ও ঠিকানা, বিদেশি কোচ নিয়োগের নীতিমালা এবং সম্মানী বা বেতনভাতা পরিশোধের রেকর্ডের সত্যায়িত অনুলিপি, বিসিবির অর্থ বিভাগ, লজিস্টিকস ও বিপিএল দেখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিস্তারিত ব্যক্তিগত তথ্যসহ ঠিকানা-সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।
নোটিশে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ নামে প্রকল্পে ব্যয়িত অর্থের রেকর্ডপত্র ও নোটশিট, এ আর রহমানের কনসার্ট আয়োজন-সংক্রান্ত রেকর্ডপত্র ও নোটশিট, বঙ্গবন্ধু বিপিএলের (২০১৯) আয়োজনে ব্যয়িত অর্থের রেকর্ডপত্র ও নোটশিট, অডিট ফার্মের তালিকা ও বিল পরিশোধ-সংক্রান্ত রেকর্ডের সত্যায়িত কপি, বিসিবি কর্তৃক কার্যাদেশপ্রাপ্ত প্রকল্পগুলোর বিস্তারিত তালিকা (অর্থবছর, প্রকল্পের নাম ও আইডি নম্বর, বরাদ্দ করা ও পরিশোধিত অর্থ, কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের নাম-ঠিকানা-মোবাইল নম্বর, প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম-ঠিকানা এবং মন্তব্যসহ) প্রয়োজন।
বিসিবির অর্থায়নে বিদেশে ভ্রমণকারী কর্মকর্তা বা কর্মচারীদের বিস্তারিত তালিকা, তাঁদের ব্যয় বিবরণী ও বিদেশ ভ্রমণ-সংক্রান্ত নীতিমালার সত্যায়িত কপি, ক্রিকেট ম্যাচ দর্শনের জন্য হেলিকপ্টার ব্যবহারের খরচের রেকর্ড এবং সভাপতির হেলিকপ্টার ব্যবহারের নীতিমালাসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত কপি চাওয়া হয়েছে।
গত ১৬ মার্চ আদালতের নির্দেশে নাজমুল হাসান, তাঁর স্ত্রী রোকসানা হাসান, মেয়ে সুনেহরা রহমান, রুশমিলা রহমান এবং ছেলে রাফসান হাসানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়। আর ১৮ মার্চ দুদক আনুষ্ঠানিকভাবে নাজমুল হাসান পাপনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ২৭ ধরনের তথ্য ও রেকর্ড চেয়ে বিসিবিতে আজ সোমবার একটি চিঠি পাঠিয়েছে দুদক। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। আগামী সাত কর্মদিবসের মধ্যে এসব নথি দুদকে পাঠাতে বলা হয়েছে।
সম্প্রতি দুদকের উপপরিচালক সাইদুজ্জামানকে দলনেতা করে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক সুবিমল চাকমা।
দুদকের অভিযোগে বলা হয়েছে, নাজমুল হাসান পাপন বিসিবি ও সরকারি অর্থের অপব্যবহার করে নিজ এবং পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন।
অনুসন্ধানের অংশ হিসেবে যেসব নথি চেয়েছে দুদক
দুদক বিসিবির কাছে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের জন্য পরামর্শক নিয়োগের প্রক্রিয়ায় পত্রিকায় প্রকাশিত ইওআই বিজ্ঞাপনের কপি, ইওআই ডকুমেন্ট অনুমোদনের চিঠি, ইওআইয়ের বিজ্ঞাপন, ইওআইয়ের সব মূল্যায়ন প্রতিবেদন, পরামর্শকদের ইওআই জমাদানের রেকর্ড, ইওআইয়ের ফলাফল প্রকাশ পর্যন্ত সব নথিপত্র, কারিগরি ও আর্থিক প্রস্তাব (টেকনিক্যাল ও ফাইন্যান্সিয়াল প্রপোজাল), ইওআইতে যোগ্যঘোষিত প্রতিষ্ঠানগুলোর তালিকা, প্রস্তাব ডকুমেন্ট অনুমোদনের কপি, মূল্যায়ন মানদণ্ড, কারিগরি ও আর্থিক মূল্যায়ন প্রতিবেদন, এলওআই বা কার্যাদেশের কপি, পরামর্শক নিয়োগের ক্ষেত্রে কোন নথি ও পদ্ধতি অনুসরণ করা হয়েছে তার রেকর্ড, পরামর্শক নিয়োগের গোপন ব্যয় নিরূপণ-সংক্রান্ত নথি এবং সম্পাদিত চুক্তিপত্রসহ সব রেকর্ডপত্রের সত্যায়িত অনুলিপি।
এ ছাড়া পূর্বাচল স্টেডিয়াম নির্মাণের জন্য কোন পদ্ধতিতে ঠিকাদার নিয়োগ করা হয়েছে, অনুমোদিত দরপত্র ডকুমেন্ট, অনুমোদিত দরপত্র বিজ্ঞপ্তির কপি, পত্রিকায় প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তির কপি, জমা করা সব দরপত্রের কপি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন প্রতিবেদন, দরপত্র অনুমোদনের চিঠি, কার্যাদেশ (এনওএ) এবং চুক্তিপত্রের কপি, ভূমি উন্নয়ন কাজের বিল পরিশোধ-সংক্রান্ত সব নথিপত্র (প্রি-সেকশন ও পোস্ট সেকশনের কপিসহ), বিল পরিশোধের কার্যাদেশের পরিমাণের সঙ্গে সম্পন্ন করা কাজের যদি কোনো পার্থক্য থাকে তার অনুমোদন কপি, অনুমোদিত মূল ব্যয় নিরূপণ ও (যদি থাকে) সংশোধিত অনুমোদিত ব্যয় নিরূপণ কপি, প্রকল্প প্রস্তাবনার (ডিপিপি) কপি, প্রকল্প অনুমোদনপত্র, বিদেশ থেকে আমদানি করা মালপত্রের আমদানির নথি এবং স্টেডিয়াম নির্মাণের জমি ক্রয় বা অধিগ্রহণ-সংক্রান্ত রেকর্ডপত্রের সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে।
একইভাবে, পাপনের দায়িত্বপালনকালে বিসিবির আয়ব্যয়-সংক্রান্ত অডিট প্রতিবেদন এবং আইসিসি ও এসিসি থেকে লভ্যাংশ প্রদান-সংক্রান্ত নীতিমালার সত্যায়িত কপি, লজিস্টিকস ও প্রটোকল বাবদ খরচের বিবরণ ও রেকর্ডের সত্যায়িত কপি, বিপিএল বাবদ খরচের বিবরণ এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত কপি, বিদেশি কোচ নিয়োগে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নাম ও ঠিকানা, বিদেশি কোচ নিয়োগের নীতিমালা এবং সম্মানী বা বেতনভাতা পরিশোধের রেকর্ডের সত্যায়িত অনুলিপি, বিসিবির অর্থ বিভাগ, লজিস্টিকস ও বিপিএল দেখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিস্তারিত ব্যক্তিগত তথ্যসহ ঠিকানা-সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।
নোটিশে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ নামে প্রকল্পে ব্যয়িত অর্থের রেকর্ডপত্র ও নোটশিট, এ আর রহমানের কনসার্ট আয়োজন-সংক্রান্ত রেকর্ডপত্র ও নোটশিট, বঙ্গবন্ধু বিপিএলের (২০১৯) আয়োজনে ব্যয়িত অর্থের রেকর্ডপত্র ও নোটশিট, অডিট ফার্মের তালিকা ও বিল পরিশোধ-সংক্রান্ত রেকর্ডের সত্যায়িত কপি, বিসিবি কর্তৃক কার্যাদেশপ্রাপ্ত প্রকল্পগুলোর বিস্তারিত তালিকা (অর্থবছর, প্রকল্পের নাম ও আইডি নম্বর, বরাদ্দ করা ও পরিশোধিত অর্থ, কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের নাম-ঠিকানা-মোবাইল নম্বর, প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম-ঠিকানা এবং মন্তব্যসহ) প্রয়োজন।
বিসিবির অর্থায়নে বিদেশে ভ্রমণকারী কর্মকর্তা বা কর্মচারীদের বিস্তারিত তালিকা, তাঁদের ব্যয় বিবরণী ও বিদেশ ভ্রমণ-সংক্রান্ত নীতিমালার সত্যায়িত কপি, ক্রিকেট ম্যাচ দর্শনের জন্য হেলিকপ্টার ব্যবহারের খরচের রেকর্ড এবং সভাপতির হেলিকপ্টার ব্যবহারের নীতিমালাসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত কপি চাওয়া হয়েছে।
গত ১৬ মার্চ আদালতের নির্দেশে নাজমুল হাসান, তাঁর স্ত্রী রোকসানা হাসান, মেয়ে সুনেহরা রহমান, রুশমিলা রহমান এবং ছেলে রাফসান হাসানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়। আর ১৮ মার্চ দুদক আনুষ্ঠানিকভাবে নাজমুল হাসান পাপনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা দায়েরের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়।
২০ মিনিট আগেজাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি, সদস্য ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর গাড়ির জ্বালানি বরাদ্দ ২৫০ লিটার থেকে বাড়িয়ে ৫০০ লিটার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ বিভাগের সম্মতিসহ সিদ্ধান্ত জানায়।
২৮ মিনিট আগেচমেক ছাত্র আবিদুর রহমান হত্যা মামলায় খালাস পাওয়া ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই খালাসের রায় কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগেআমরা স্পষ্টভাবে জানাতে চাই, সরকার তথাকথিত ‘মানবিক করিডর’ নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে কোনো আলোচনা করেনি। আমাদের অবস্থান হলো, জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে যদি মানবিক সহায়তা প্রদান করা হয়, তবে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে আগ্রহী থাকবে। ইউএনডিপির তথ্য অনুযায়ী, রাখাইন রাজ্যে তীব্র মানবিক সংকট
৩ ঘণ্টা আগে