নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ থেকে ইউরোপে অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঢাকার সহযোগিতা চেয়েছে ইতালি। আজ সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইতালি ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, মধ্যপ্রাচ্যের পর সর্বোচ্চসংখ্যক বাংলাদেশি অবস্থান করছেন ইতালিতে। যারা অবৈধভাবে সে দেশে গেছেন, তাদের বৈধতা দেওয়ার আহ্বান জানান তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, ‘ভিন্ন দেশের ভিসায় সাগরপথে ইতালিতে যাওয়া পুরোপুরি নিরুৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ইতালি।’
বাংলাদেশ পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের দক্ষতা বাড়াতে ইতালির কাছ থেকে প্রশিক্ষণ সহায়তা চাওয়া হয়েছে বলে জানান তিনি। ইতালির পুলিশ মাফিয়া দমন ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে পারদর্শী উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশ পুলিশকেও দক্ষ করে তুলতে চায় সরকার।’
বৈঠকে অবৈধ অভিবাসন প্রবাহ ঠেকানো, অভিবাসনসংক্রান্ত অপরাধমূলক নেটওয়ার্ক মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপ, নিরাপত্তা ও অপরাধ দমনসহ বিচারিক সহায়তা জোরদারে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নিরাপত্তা সহযোগিতার জন্য একটি দ্বিপক্ষীয় চুক্তির প্রস্তাব দিয়েছে ইতালি।
আজ মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে ইতালির একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতালি প্রতিনিধিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ইতালির পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তিও অ্যালেসিয়ান্দ্রো, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোমেটিক অ্যাডভাইজার ম্যাকরো ভিলানি এবং ডেপুটি হেড অব কেবিনেট স্যাবাইনা ম্যাদারো।
এ ছাড়া এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এ ধরনের অপরাধে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বাংলাদেশ থেকে ইউরোপে অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঢাকার সহযোগিতা চেয়েছে ইতালি। আজ সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইতালি ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, মধ্যপ্রাচ্যের পর সর্বোচ্চসংখ্যক বাংলাদেশি অবস্থান করছেন ইতালিতে। যারা অবৈধভাবে সে দেশে গেছেন, তাদের বৈধতা দেওয়ার আহ্বান জানান তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, ‘ভিন্ন দেশের ভিসায় সাগরপথে ইতালিতে যাওয়া পুরোপুরি নিরুৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ইতালি।’
বাংলাদেশ পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের দক্ষতা বাড়াতে ইতালির কাছ থেকে প্রশিক্ষণ সহায়তা চাওয়া হয়েছে বলে জানান তিনি। ইতালির পুলিশ মাফিয়া দমন ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে পারদর্শী উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশ পুলিশকেও দক্ষ করে তুলতে চায় সরকার।’
বৈঠকে অবৈধ অভিবাসন প্রবাহ ঠেকানো, অভিবাসনসংক্রান্ত অপরাধমূলক নেটওয়ার্ক মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপ, নিরাপত্তা ও অপরাধ দমনসহ বিচারিক সহায়তা জোরদারে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নিরাপত্তা সহযোগিতার জন্য একটি দ্বিপক্ষীয় চুক্তির প্রস্তাব দিয়েছে ইতালি।
আজ মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে ইতালির একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতালি প্রতিনিধিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ইতালির পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তিও অ্যালেসিয়ান্দ্রো, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোমেটিক অ্যাডভাইজার ম্যাকরো ভিলানি এবং ডেপুটি হেড অব কেবিনেট স্যাবাইনা ম্যাদারো।
এ ছাড়া এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এ ধরনের অপরাধে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
১১তম গ্রেডে বেতনের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি শুরু করেছেন। এ কর্মসূচি চলবে ১৫ মে পর্যন্ত। পরে পর্যায়ক্রমে কর্মবিরতির ব্যাপ্তি বাড়বে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি চলছে।
২ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বিদেশ বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে প্যাথলজিক্যাল স্যাম্পল (জৈব নমুনা) পাঠানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ‘যথাযথ কর্তৃপক্ষের’ অনুমতি নিয়ে নমুনা পাঠানো যাবে। সোমবার (৫ মে) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
২ ঘণ্টা আগেদেশের কওমি মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের জন্য স্বীকৃত সনদের দাবি জানিয়েছে আল-হাইয়াতুল উলিয়া। আজ সোমবার ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেনের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করে এই দাবি জানান।
৩ ঘণ্টা আগেখাদ্য নিরাপত্তা, কৃষি এবং প্রাণ-প্রকৃতি—এই তিনটি বিষয়ের সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
৫ ঘণ্টা আগে