শরীফ নাসরুল্লাহ, ঢাকা
গতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভরও কাজ করার কথা অনেকের।
বইমেলার বড় অংশ থাকছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে; সেখানে গতকাল বিকেলে ছিল অন্যরকম ব্যস্ততা। কোনো কোনো স্টল আর প্যাভিলিয়নে চলছিল শেষ মুহূর্তের কাজ। অনেক প্যাভিলিয়নের কাজ শেষ। এর মধ্যেই কয়েক প্রকাশকের সঙ্গে কথা হলো। বেশির ভাগই বললেন, মূলভাবসহ নানাভাবে এবারের মেলার কেন্দ্রে থাকবে ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থান।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকের ক্ষমতার অবসান ঘটার পর বাংলাদেশের রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সৃষ্টি হয়েছে এক নতুন আবহ। তার ছোঁয়া আছে ভাষাশহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলায়ও। অনেক প্রকাশক গণ-অভ্যুত্থান নিয়ে বই বের করেছেন। কোনো কোনো স্টলে দেখা গেল অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের ছবি। স্বৈরাচারবিরোধী স্লোগানও লেখা আছে কোনো কোনো স্টলে।
আনুষ্ঠানিকভাবেও এবারের বইমেলার প্রতিপাদ্য ‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’। মেলার উদ্যোক্তা বাংলা একাডেমিও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আয়োজন সাজিয়েছে।
পুঁথিনিলয় প্রকাশনীর স্বত্বাধিকারী শ্যামল পাল বললেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান থাকছে এবারের মেলার আকর্ষণ। আমার প্রকাশনী থেকে এ বিষয়ে একটি বই বের হচ্ছে।’
মিজানুর রহমানের শোভা প্রকাশ জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বই আনছে। অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনের প্রতিটি বড় ঘটনার বিবরণ থাকবে বইটিতে।
আদর্শ প্রকাশনীর সমন্বয়কারী আদনান হোসেন রাফসান জানালেন, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে তাঁদের একাধিক বই আসছে। এর মধ্যে একটি হচ্ছে ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান, ২৫টি শীর্ষ দৈনিকের প্রথম পৃষ্ঠা’ নামে সংকলনগ্রন্থ। এ ছাড়া আদর্শ আনছে গবেষক কল্লোল মোস্তফার ‘শেখ হাসিনার দুঃশাসনের খতিয়ান’। রাজনৈতিক পটপরিবর্তন না হলে দেশে এ ধরনের বই প্রকাশ করা সম্ভবই হতো না।
জনপ্রিয় প্রকাশনী জুলাই অভ্যুত্থান ও জেনজি প্রজন্ম নিয়ে বই প্রকাশ করেছে। প্রকাশক মোহাম্মদ সোলায়মান হোসেন জানালেন শহীদ মুগ্ধকে নিয়ে গল্পের বই এবং ‘অপরাজেয় জেনজি’ নামে অভ্যুত্থান করা প্রজন্মকে নিয়ে একটি বই আনছেন তাঁরা।
শিকড় প্রকাশনীর স্বত্বাধিকারী মিজানুর রহমান সরদার বললেন, ‘এবারের মেলায় আলাদা কোনো নতুনত্ব নেই। তবে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বই বেশি থাকছে।’
নতুন রাজনৈতিক বাস্তবতার বাংলাদেশে এবারের মেলায় অভ্যুত্থানের বাইরেও সার্বিকভাবে রাজনৈতিক বইয়ের ওপর বিশেষ গুরুত্ব থাকছে। কয়েক প্রকাশক জানিয়েছেন, শেখ হাসিনার আমলের দুঃশাসনের খতিয়ান নিয়ে আসছেন তাঁরা। একদলকেন্দ্রিক ইতিহাসের বর্ণনার বাইরে গিয়ে মুক্তিযুদ্ধের অন্তর্ভুক্তিমূলক ইতিহাস নিয়ে বই প্রকাশ করেছেন তাঁরা।
জ্ঞানকোষ প্রকাশনীর প্রধান নির্বাহী ওয়াসী তরফদার জানালেন, তাঁদের স্টলে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদসহ অনেকের বই থাকবে।
অমর একুশে বইমেলা ২০২৫-এর সদস্যসচিব সরকার আমিন বললেন, ‘লেখক বলছি’র আঙিনায় ‘জুলাইয়ের গল্প’ নামে একটি অংশ থাকবে। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতার কথা বলবেন।’
‘উসকানিমূলক’ বই যেন না আসে: ডিএমপি
একুশের বইমেলাকে কেন্দ্র করে অতীতে লেখকদের ওপর একাধিকবার উগ্রবাদীদের হামলার ঘটনা ঘটেছে। সে কারণে মেলায় জঙ্গি হামলার কোনো শঙ্কা রয়েছে কি না, সোহরাওয়ার্দী উদ্যানের ব্রিফিংয়ে এ প্রশ্ন করা হয়েছিল ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে। তিনি সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও কারামুক্ত এবং পালিয়ে যাওয়া জঙ্গিদের বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন।
গতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভরও কাজ করার কথা অনেকের।
বইমেলার বড় অংশ থাকছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে; সেখানে গতকাল বিকেলে ছিল অন্যরকম ব্যস্ততা। কোনো কোনো স্টল আর প্যাভিলিয়নে চলছিল শেষ মুহূর্তের কাজ। অনেক প্যাভিলিয়নের কাজ শেষ। এর মধ্যেই কয়েক প্রকাশকের সঙ্গে কথা হলো। বেশির ভাগই বললেন, মূলভাবসহ নানাভাবে এবারের মেলার কেন্দ্রে থাকবে ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থান।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকের ক্ষমতার অবসান ঘটার পর বাংলাদেশের রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সৃষ্টি হয়েছে এক নতুন আবহ। তার ছোঁয়া আছে ভাষাশহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলায়ও। অনেক প্রকাশক গণ-অভ্যুত্থান নিয়ে বই বের করেছেন। কোনো কোনো স্টলে দেখা গেল অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের ছবি। স্বৈরাচারবিরোধী স্লোগানও লেখা আছে কোনো কোনো স্টলে।
আনুষ্ঠানিকভাবেও এবারের বইমেলার প্রতিপাদ্য ‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’। মেলার উদ্যোক্তা বাংলা একাডেমিও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আয়োজন সাজিয়েছে।
পুঁথিনিলয় প্রকাশনীর স্বত্বাধিকারী শ্যামল পাল বললেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান থাকছে এবারের মেলার আকর্ষণ। আমার প্রকাশনী থেকে এ বিষয়ে একটি বই বের হচ্ছে।’
মিজানুর রহমানের শোভা প্রকাশ জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বই আনছে। অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনের প্রতিটি বড় ঘটনার বিবরণ থাকবে বইটিতে।
আদর্শ প্রকাশনীর সমন্বয়কারী আদনান হোসেন রাফসান জানালেন, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে তাঁদের একাধিক বই আসছে। এর মধ্যে একটি হচ্ছে ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান, ২৫টি শীর্ষ দৈনিকের প্রথম পৃষ্ঠা’ নামে সংকলনগ্রন্থ। এ ছাড়া আদর্শ আনছে গবেষক কল্লোল মোস্তফার ‘শেখ হাসিনার দুঃশাসনের খতিয়ান’। রাজনৈতিক পটপরিবর্তন না হলে দেশে এ ধরনের বই প্রকাশ করা সম্ভবই হতো না।
জনপ্রিয় প্রকাশনী জুলাই অভ্যুত্থান ও জেনজি প্রজন্ম নিয়ে বই প্রকাশ করেছে। প্রকাশক মোহাম্মদ সোলায়মান হোসেন জানালেন শহীদ মুগ্ধকে নিয়ে গল্পের বই এবং ‘অপরাজেয় জেনজি’ নামে অভ্যুত্থান করা প্রজন্মকে নিয়ে একটি বই আনছেন তাঁরা।
শিকড় প্রকাশনীর স্বত্বাধিকারী মিজানুর রহমান সরদার বললেন, ‘এবারের মেলায় আলাদা কোনো নতুনত্ব নেই। তবে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বই বেশি থাকছে।’
নতুন রাজনৈতিক বাস্তবতার বাংলাদেশে এবারের মেলায় অভ্যুত্থানের বাইরেও সার্বিকভাবে রাজনৈতিক বইয়ের ওপর বিশেষ গুরুত্ব থাকছে। কয়েক প্রকাশক জানিয়েছেন, শেখ হাসিনার আমলের দুঃশাসনের খতিয়ান নিয়ে আসছেন তাঁরা। একদলকেন্দ্রিক ইতিহাসের বর্ণনার বাইরে গিয়ে মুক্তিযুদ্ধের অন্তর্ভুক্তিমূলক ইতিহাস নিয়ে বই প্রকাশ করেছেন তাঁরা।
জ্ঞানকোষ প্রকাশনীর প্রধান নির্বাহী ওয়াসী তরফদার জানালেন, তাঁদের স্টলে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদসহ অনেকের বই থাকবে।
অমর একুশে বইমেলা ২০২৫-এর সদস্যসচিব সরকার আমিন বললেন, ‘লেখক বলছি’র আঙিনায় ‘জুলাইয়ের গল্প’ নামে একটি অংশ থাকবে। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতার কথা বলবেন।’
‘উসকানিমূলক’ বই যেন না আসে: ডিএমপি
একুশের বইমেলাকে কেন্দ্র করে অতীতে লেখকদের ওপর একাধিকবার উগ্রবাদীদের হামলার ঘটনা ঘটেছে। সে কারণে মেলায় জঙ্গি হামলার কোনো শঙ্কা রয়েছে কি না, সোহরাওয়ার্দী উদ্যানের ব্রিফিংয়ে এ প্রশ্ন করা হয়েছিল ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে। তিনি সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও কারামুক্ত এবং পালিয়ে যাওয়া জঙ্গিদের বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যাসহ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। এসব মামলায় এক হাজারের বেশি পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে এ পর্যন্ত সাবেক আইজিসহ পুলিশের ৬৩ জন সদস্য গ্রেপ্তার হয়ে
২ ঘণ্টা আগেআকাশে যেন দুর্যোগের মেঘ। বিপদ হেঁটে চলেছে পাশ ঘেঁষে, আর অল্পের জন্য রক্ষা পেয়ে যাচ্ছে বিমান। উড়ন্ত উড়োজাহাজে যেভাবে একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
২ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার
২ ঘণ্টা আগেফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
৫ ঘণ্টা আগে