অনলাইন ডেস্ক
তুরস্কের সাবেক তিন সংসদ সদস্যসহ পাঁচ জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ সাংবাদিকদের বলেন, ‘এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। পাঁচজন প্রতিনিধির মধ্যে তিনজন তুরস্কের সাবেক সংসদ সদস্য, একজন আইনজীবী এবং একজন তুরস্কের দূতাবাসের প্রতিনিধি।’
তিনি বলেন, ‘প্রতিনিধি দলটি ইতিমধ্যে সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। তারই অংশ হিসেবে আমাদের নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমরা আগামী দিনের জন্য কি ভাবছি, আমরা কি করতে পারি, দু’দেশের মধ্যে নির্বাচনী যে বিষয়াদি আছে, তা নিয়ে একটি সাধারণ অভিজ্ঞতা বিনিময় এবং নির্বাচন ব্যবস্থাকে উন্নত করার জন্য পরস্পর পরস্পরকে কীভাবে সহযোগিতা করতে পারি, কীভাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া যায় এ বিষয়ে আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘একটি সুন্দর নির্বাচনের জন্য তাঁরা পরামর্শমূলক সহায়তার আশ্বাস দিয়েছেন। তাঁদের নির্বাচনী ব্যবস্থা কীভাবে এত সুন্দর হল, আমরা জানতে চেয়েছি এবং আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছি তাঁরা উত্তর দিয়েছেন। দুই দেশের নির্বাচন ব্যবস্থার মধ্যে কোন পার্থক্য থেকে থাকলে এগুলোকে চিহ্নিত করে কীভাবে আমাদের নির্বাচন ব্যবস্থাকে উন্নত করা যায় এবং সর্বোপরি জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং একটি সুন্দর নির্বাচনের জন্য যা কিছু করার দরকার এ বিষয়ে তাঁদের মতামত জানতে চাওয়া হয়েছে।’
অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ জানান, এই দলটি কোন সরকারি প্রতিনিধি দল নয়। তাঁরা মূলত, নির্বাচন এবং মানবাধিকারের ওপর কাজ করে।
তুরস্কের সাবেক তিন সংসদ সদস্যসহ পাঁচ জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ সাংবাদিকদের বলেন, ‘এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। পাঁচজন প্রতিনিধির মধ্যে তিনজন তুরস্কের সাবেক সংসদ সদস্য, একজন আইনজীবী এবং একজন তুরস্কের দূতাবাসের প্রতিনিধি।’
তিনি বলেন, ‘প্রতিনিধি দলটি ইতিমধ্যে সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। তারই অংশ হিসেবে আমাদের নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমরা আগামী দিনের জন্য কি ভাবছি, আমরা কি করতে পারি, দু’দেশের মধ্যে নির্বাচনী যে বিষয়াদি আছে, তা নিয়ে একটি সাধারণ অভিজ্ঞতা বিনিময় এবং নির্বাচন ব্যবস্থাকে উন্নত করার জন্য পরস্পর পরস্পরকে কীভাবে সহযোগিতা করতে পারি, কীভাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া যায় এ বিষয়ে আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘একটি সুন্দর নির্বাচনের জন্য তাঁরা পরামর্শমূলক সহায়তার আশ্বাস দিয়েছেন। তাঁদের নির্বাচনী ব্যবস্থা কীভাবে এত সুন্দর হল, আমরা জানতে চেয়েছি এবং আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছি তাঁরা উত্তর দিয়েছেন। দুই দেশের নির্বাচন ব্যবস্থার মধ্যে কোন পার্থক্য থেকে থাকলে এগুলোকে চিহ্নিত করে কীভাবে আমাদের নির্বাচন ব্যবস্থাকে উন্নত করা যায় এবং সর্বোপরি জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং একটি সুন্দর নির্বাচনের জন্য যা কিছু করার দরকার এ বিষয়ে তাঁদের মতামত জানতে চাওয়া হয়েছে।’
অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ জানান, এই দলটি কোন সরকারি প্রতিনিধি দল নয়। তাঁরা মূলত, নির্বাচন এবং মানবাধিকারের ওপর কাজ করে।
সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
৯ মিনিট আগেসব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
১০ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই পুলিশকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য পদক্ষেপ নিতে প্রস্তাব দিয়েছেন পুলিশ সদস্যরা। এ জন্য তাঁরা দ্রুত স্বাধীন কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানান। পুলিশ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে ‘স্বাধীন কমিশন’ গঠনের...
১০ ঘণ্টা আগেতিন সাংবাদিককে চাকরিচ্যুতিতে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
১১ ঘণ্টা আগে