Ajker Patrika

আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মে ২০২৫, ০০: ২১
ঝিনাইদহের শৈলকূপা শহরের নতুন বাজার এলাকায় এক মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত
ঝিনাইদহের শৈলকূপা শহরের নতুন বাজার এলাকায় এক মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে দেশজুড়ে সংঘটিত সহিংসতা এবং বিগত ১৫ বছরে গুম-খুনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। রাজধানীতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে এ দাবিতে একটানা আন্দোলন চলছে। এতে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরে বিভিন্ন জেলাতেও।

এই প্রেক্ষাপটে আজ শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা শহরের নতুন বাজার এলাকায় এক মতবিনিময় সভায় অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারা প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আইনি দিক থেকে সম্ভব।

শৈলকুপা বণিক সমিতি আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে রয়েছে। শেখ মুজিবুর রহমান নিজেই একসময় আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর প্রণীত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারায় দল নিষিদ্ধ করার মতো উপাদান রয়েছে। এখন সরকার চাইলে তা বিবেচনা করতে পারে।’

জাতিসংঘের একটি প্রতিবেদন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘জুলাই বিপ্লব চলাকালে ২ হাজার মানুষের প্রাণহানি এবং প্রায় ৩০ হাজার মানুষের পঙ্গুত্বের তথ্য জাতিসংঘ তুলে ধরেছে। সেই ঘটনার পেছনে আওয়ামী লীগের ভূমিকা ছিল বলে ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে।’ তিনি বলেন, ‘যদি সত্যিই এমন হয়ে থাকে, তাহলে সেই আওয়ামী লীগকে একবার নিষিদ্ধ করেছিলেন শেখ মুজিবুর রহমান নিজেই। এখন তাঁর করা আইনেই সেই দলের নিষিদ্ধ হওয়া সম্ভব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত