Ajker Patrika

সরষের মধ্যে ভূত আছে কি–না গভীর ভাবে খতিয়ে দেখা হবে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুন ২০২২, ১৮: ০০
সরষের মধ্যে ভূত আছে কি–না গভীর ভাবে খতিয়ে দেখা হবে: সেতুমন্ত্রী

পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা লাগার বিষয়টি কোনো ষড়যন্ত্র কি–না তা খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ শুক্রবার বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী। 

তিনি বলেন, এই সেতু এখন পুরো জাতির সম্পদ, জাতীয় ভাবে মানুষ আহত হয়েছে এবং মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। অতীতেও পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো এ সেতুর পেছনে দেশ–বিদেশে ষড়যন্ত্র লেগে আছে। 

সরষের মধ্যে ভূত আছে কি–না তাও গভীর ভাবে খতিয়ে দেখা হবে বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী। 

সেতুর নির্মাণকাজের অগ্রগতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতুর সার্বিক অগ্রগতি ৮৭ দশমিক ২৫ ভাগ। মূল সেতুর কাজের অগ্রগতি ৯৪ দশমিক ২৫ ভাগ, আর্থিক অগ্রগতি ৯০ দশমিক ১৮ ভাগ। 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এ সময় সেতু বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দিক ও প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত