আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে মলদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক ড. পীযুষ দত্ত আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁরা এখন নিরাপদে আছেন। আজ অথবা কালের মধ্যে রোমানিয়ায় পৌঁছাবেন। পাশাপাশি রকেট হামলায় নিহত মো. হাদিসুর রহমানের লাশ ফ্রিজ করে রাখা হয়েছে। পরে তাঁর লাশ দেশে আনা হবে।
বিএসসি সূত্র জানায়, ৩৯ ঘণ্টা বাংকারে থাকার পর আজ শনিবার বাংলাদেশ সময় দুপুরের দিকে সেখান থেকে বেরিয়ে আসেন নাবিকেরা। এরপর একটি গাড়িতে করে ২৮ নাবিককে নিয়ে মালদোভার উদ্দেশে যাত্রা শুরু করে উদ্ধারকারী দল। তারা প্রথমে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ মালদোভায় পৌঁছাবেন। আজ-কালের মধ্যে সেখান থেকে নাবিকরা রোমানিয়ায় যাবে। রোমানিয়া থেকেই তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।
বিএসসির পরিচালনায় থাকা ১৮০ মিটার দীর্ঘ বাল্ক ক্যারিয়ার ‘এমভি বাংলার সমৃদ্ধি’ তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় নোঙর করে। ২৩ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতির কারণে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। ফলে জাহাজের ২৯ নাবিক সেখানে নোঙর করা অবস্থায় জাহাজে আটকা পড়েন। ২ মার্চ ইউক্রেনের স্থানীয় সময় বিকেল পাঁচটার কিছু পরে বাংলাদেশ শিপিং করপোরেশনের ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় মো. হাদিসুর রহমান নামে এক নাবিকের মৃত্যু হয়। তিনি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন। তাঁর বাড়ি বরগুনা জেলা বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে। জাহাজটির ২৯ নাবিকের মধ্যে একজনের মৃত্যুর পর বাকি ২৮ জনকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস, স্থানীয় বাংলাদেশি ও ইউক্রেন পোর্ট অথোরিটির সহযোগিতায় জাহাজ থেকে নামিয়ে একটি বাংকারে নিয়ে যাওয়া হয়।
ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে মলদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক ড. পীযুষ দত্ত আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁরা এখন নিরাপদে আছেন। আজ অথবা কালের মধ্যে রোমানিয়ায় পৌঁছাবেন। পাশাপাশি রকেট হামলায় নিহত মো. হাদিসুর রহমানের লাশ ফ্রিজ করে রাখা হয়েছে। পরে তাঁর লাশ দেশে আনা হবে।
বিএসসি সূত্র জানায়, ৩৯ ঘণ্টা বাংকারে থাকার পর আজ শনিবার বাংলাদেশ সময় দুপুরের দিকে সেখান থেকে বেরিয়ে আসেন নাবিকেরা। এরপর একটি গাড়িতে করে ২৮ নাবিককে নিয়ে মালদোভার উদ্দেশে যাত্রা শুরু করে উদ্ধারকারী দল। তারা প্রথমে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ মালদোভায় পৌঁছাবেন। আজ-কালের মধ্যে সেখান থেকে নাবিকরা রোমানিয়ায় যাবে। রোমানিয়া থেকেই তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।
বিএসসির পরিচালনায় থাকা ১৮০ মিটার দীর্ঘ বাল্ক ক্যারিয়ার ‘এমভি বাংলার সমৃদ্ধি’ তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় নোঙর করে। ২৩ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতির কারণে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। ফলে জাহাজের ২৯ নাবিক সেখানে নোঙর করা অবস্থায় জাহাজে আটকা পড়েন। ২ মার্চ ইউক্রেনের স্থানীয় সময় বিকেল পাঁচটার কিছু পরে বাংলাদেশ শিপিং করপোরেশনের ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় মো. হাদিসুর রহমান নামে এক নাবিকের মৃত্যু হয়। তিনি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন। তাঁর বাড়ি বরগুনা জেলা বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে। জাহাজটির ২৯ নাবিকের মধ্যে একজনের মৃত্যুর পর বাকি ২৮ জনকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস, স্থানীয় বাংলাদেশি ও ইউক্রেন পোর্ট অথোরিটির সহযোগিতায় জাহাজ থেকে নামিয়ে একটি বাংকারে নিয়ে যাওয়া হয়।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, তৃতীয় গ্রেড বা যুগ্মসচিব এবং তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা প্রতি ঘণ্টার সেশনে প্রশিক্ষক সম্মানী পাবেন ৩ হাজার ৬০০ টাকা। এর আগে আগে ২০১৯ সালের মে মাসে পুনঃনির্ধারণ করা সম্মানী ছিল ২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ প্রায় পাঁচ বছরের ব্যবধানে এ ভাতা বাড়ল ১ হাজার ১০০ টাকা। তারও আগে এ ভাতা ছ
৬ মিনিট আগেনিরাপত্তা হুমকিতে পড়া ওই সাক্ষীর বিষয়ে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
৩১ মিনিট আগেরাজধানীর কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে কর্মরত ১৫ জন গাড়িচালকের নামে সাময়িক বরাদ্দ করা প্লটসমূহের বরাদ্দ বাতিল করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউজক) এ প্রকল্পে বিধিমালার ব্যত্যয় করে নিয়মবহির্ভূতভাবে তাঁদের নামে প্লট বরাদ্দ
১ ঘণ্টা আগেনিয়োগের শর্তগুলো হলো—কেস টু কেস ভিত্তিতে পারিশ্রমিক নির্ধারণ হবে; এ নিয়োগে থাকাকালে দুদকের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করা যাবে না; রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়া যাবে না; প্রয়োজনে অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তাকে এজাহার প্রস্তুত ও চার্জশিট দাখিলে সহযোগিতা করতে হবে। এ ছাড়া এ
১ ঘণ্টা আগে