Ajker Patrika

আমীর হামজাকে তুলে নিয়ে গেছে ডিবি, অভিযোগ পরিবারের

প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২১, ২১: ৫৪
আমীর হামজাকে তুলে নিয়ে গেছে ডিবি, অভিযোগ পরিবারের

কুষ্টিয়া: আলোচিত ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। আজ সোমবার বিকেল ৪টার দিকে কুষ্টিয়ার সদরের ডাবিরাভিটা গ্রামের নিজ বাড়ি থেকে পাঞ্জাবি পরা কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন স্বজনরা।

আমির হামজার দাদা মোহাম্মদ জানান, আমীর হামজা গতকাল রোববার দিবাগত রাতে বাড়িতে এসেছিলেন। আজ বিকেলে কালো রঙের একটি মাইক্রোবাসে করে পাঁচ থেকে ছয়জন লোক এসে তাকে তুলে নিয়ে যায়। তাদের সবাই পাঞ্জাবি পরা ছিল। তবে পাঞ্জাবির ওপর পরা পোশাকে ‘ডিবি’ লেখা ছিল। তাদের কোমরে পিস্তলও দেখা গেছে। নিয়ে যাওয়ার পর তাঁরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন। কিন্তু কেউ স্বীকার করেনি।

স্থানীয় যুবক মো. রাকিব বলেন, ব্রিজের ওপর একটি মাইক্রোবাস এসে থামে। এরপর একজন অপরিচিত লোক বাড়ি দেখিয়ে দেন। পরে দেখলাম আমীর হামজাকে ধরে নিয়ে গেল।

এ ব্যাপারে জানতে চাইলে আমীর হামজাকে আটকের কথা অস্বীকার করেছেন কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি মো. আমিনুল। তিনি বলেন, কেউ আটক করে থাকলেও বিষয়টি আমাদের জানা নেই।

উল্লেখ্য, এর আগে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও দেশজুড়ে উগ্রবাদ ছড়ানোর অভিযোগে মুফতি আমীর হামজাকে খুঁজছে পুলিশ–বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবর আসে। তবে এ বিষয়ে আমীর হামজা বিবৃতি দিয়ে বলেন, আমি চোর নই, যে পালিয়ে বেড়াব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত