নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রয়েছে। এতে করে আজ শুক্রবার থেকে সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ হয়ে গেছে।
দর্শকদের উদ্দেশে কেবল অপারেটরদের দেওয়া একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, সরকারের তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের পর বিজ্ঞাপনযুক্ত কোনো বিদেশি চ্যানেলের সম্প্রচার করা যাবে না। সরকারের নির্দেশনা মোতাবেক কেবল অপারেটররা বিজ্ঞাপন থাকা বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে। এর ফলে সৃষ্ট অসুবিধার জন্য তারা দুঃখিত।
কেবল অপারেটররা জানিয়েছেন, বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন বিদেশি চ্যানেলগুলো থেকে বিজ্ঞাপন কেটে বাদ দিয়ে সম্প্রচার করা সম্ভব নয়। এ কারণে তারা চ্যানেলগুলো দেখানোই বাদ দিয়ে দিয়েছেন।
কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ গণমাধ্যমকে জানান, অনেকে মনে করছেন, কেবল অপারেটররা বুঝি কোনো কারণে বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন। কিন্তু বিষয়টি হলো, সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে- এমন বিদেশি চ্যানেল বাংলাদেশে দেখানো যাবে না। তাই তা তারা দেখানো বন্ধ রেখেছেন।
এর আগে বৃহস্পতিবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, যেসব বিদেশি চ্যানেল বাংলাদেশে দেখানো হয় সেগুলোতে অনুষ্ঠান সম্প্রচারের সময় কোনো বিজ্ঞাপন দেখানো যাবে না। বারবার বলার পরেও এসব চ্যানেল ক্লিন ফিড না পাঠিয়ে বিজ্ঞাপনসহ দেখাচ্ছে। কোনো বিদেশি চ্যানেলে ক্লিন ফিড না পাঠালে আগামীকাল শুক্রবার থেকে কেবল অপারেটর ও ডাউনলিংক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেবে সরকার।
মন্ত্রী বলেন, ‘আগামীকাল থেকে আমরা সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করব। শুধু ক্লিন ফিড নয়, কোনো কেবল অপারেটর যদি মন্ত্রণালয়ের মাধ্যমে টিভির যে সিরিয়াল করে দেওয়া হয়েছে সেটার যদি ব্যত্যয় করে, কোনো কেবল অপারেটর যদি আইন ভঙ্গ করে বিজ্ঞাপন দেখায়, অনুষ্ঠান প্রদর্শন করে, ক্লিনফিড যদি দেখানো না হয় কিংবা আইনের ব্যত্যয় ঘটায় সেটি কেবল অপারেটর ও যারা ডাউনলিংকের পারমিশন পেয়েছে তাদের ওপর আইন ভঙ্গের দায় বর্তাবে। এ জন্য মোবাইল কোর্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’
তথ্যমন্ত্রী বলেন, ক্লিন ফিড না দেখালে ১ অক্টোবর থেকে যে আইন প্রয়োগ করা হবে তা গত অক্টোবর মাসে সভা করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছিল। দিনের পর দিন তারা সময় নেবে, সময় ক্ষেপণ করবে এটা হয় না। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীকেও বলে এসেছি ১ অক্টোবর থেকে আমরা ক্নিনফিড দেখানোর বিষয়টি কার্যকর করব।
বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রয়েছে। এতে করে আজ শুক্রবার থেকে সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ হয়ে গেছে।
দর্শকদের উদ্দেশে কেবল অপারেটরদের দেওয়া একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, সরকারের তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের পর বিজ্ঞাপনযুক্ত কোনো বিদেশি চ্যানেলের সম্প্রচার করা যাবে না। সরকারের নির্দেশনা মোতাবেক কেবল অপারেটররা বিজ্ঞাপন থাকা বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে। এর ফলে সৃষ্ট অসুবিধার জন্য তারা দুঃখিত।
কেবল অপারেটররা জানিয়েছেন, বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন বিদেশি চ্যানেলগুলো থেকে বিজ্ঞাপন কেটে বাদ দিয়ে সম্প্রচার করা সম্ভব নয়। এ কারণে তারা চ্যানেলগুলো দেখানোই বাদ দিয়ে দিয়েছেন।
কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ গণমাধ্যমকে জানান, অনেকে মনে করছেন, কেবল অপারেটররা বুঝি কোনো কারণে বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন। কিন্তু বিষয়টি হলো, সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে- এমন বিদেশি চ্যানেল বাংলাদেশে দেখানো যাবে না। তাই তা তারা দেখানো বন্ধ রেখেছেন।
এর আগে বৃহস্পতিবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, যেসব বিদেশি চ্যানেল বাংলাদেশে দেখানো হয় সেগুলোতে অনুষ্ঠান সম্প্রচারের সময় কোনো বিজ্ঞাপন দেখানো যাবে না। বারবার বলার পরেও এসব চ্যানেল ক্লিন ফিড না পাঠিয়ে বিজ্ঞাপনসহ দেখাচ্ছে। কোনো বিদেশি চ্যানেলে ক্লিন ফিড না পাঠালে আগামীকাল শুক্রবার থেকে কেবল অপারেটর ও ডাউনলিংক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেবে সরকার।
মন্ত্রী বলেন, ‘আগামীকাল থেকে আমরা সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করব। শুধু ক্লিন ফিড নয়, কোনো কেবল অপারেটর যদি মন্ত্রণালয়ের মাধ্যমে টিভির যে সিরিয়াল করে দেওয়া হয়েছে সেটার যদি ব্যত্যয় করে, কোনো কেবল অপারেটর যদি আইন ভঙ্গ করে বিজ্ঞাপন দেখায়, অনুষ্ঠান প্রদর্শন করে, ক্লিনফিড যদি দেখানো না হয় কিংবা আইনের ব্যত্যয় ঘটায় সেটি কেবল অপারেটর ও যারা ডাউনলিংকের পারমিশন পেয়েছে তাদের ওপর আইন ভঙ্গের দায় বর্তাবে। এ জন্য মোবাইল কোর্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’
তথ্যমন্ত্রী বলেন, ক্লিন ফিড না দেখালে ১ অক্টোবর থেকে যে আইন প্রয়োগ করা হবে তা গত অক্টোবর মাসে সভা করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছিল। দিনের পর দিন তারা সময় নেবে, সময় ক্ষেপণ করবে এটা হয় না। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীকেও বলে এসেছি ১ অক্টোবর থেকে আমরা ক্নিনফিড দেখানোর বিষয়টি কার্যকর করব।
মানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
৩ ঘণ্টা আগেদেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
৯ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
৯ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
১০ ঘণ্টা আগে