Ajker Patrika

বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করা বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করা বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ  

বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রয়েছে। এতে করে আজ শুক্রবার থেকে সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। 

দর্শকদের উদ্দেশে কেবল অপারেটরদের দেওয়া একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, সরকারের তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের পর বিজ্ঞাপনযুক্ত কোনো বিদেশি চ্যানেলের সম্প্রচার করা যাবে না। সরকারের নির্দেশনা মোতাবেক কেবল অপারেটররা বিজ্ঞাপন থাকা বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে। এর ফলে সৃষ্ট অসুবিধার জন্য তারা দুঃখিত।

কেবল অপারেটররা জানিয়েছেন, বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন বিদেশি চ্যানেলগুলো থেকে বিজ্ঞাপন কেটে বাদ দিয়ে সম্প্রচার করা সম্ভব নয়। এ কারণে তারা চ্যানেলগুলো দেখানোই বাদ দিয়ে দিয়েছেন।

কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ গণমাধ্যমকে জানান, অনেকে মনে করছেন, কেবল অপারেটররা বুঝি কোনো কারণে বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন। কিন্তু বিষয়টি হলো, সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে- এমন বিদেশি চ্যানেল বাংলাদেশে দেখানো যাবে না। তাই তা তারা দেখানো বন্ধ রেখেছেন।

এর আগে বৃহস্পতিবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, যেসব বিদেশি চ্যানেল বাংলাদেশে দেখানো হয় সেগুলোতে অনুষ্ঠান সম্প্রচারের সময় কোনো বিজ্ঞাপন দেখানো যাবে না। বারবার বলার পরেও এসব চ্যানেল ক্লিন ফিড না পাঠিয়ে বিজ্ঞাপনসহ দেখাচ্ছে। কোনো বিদেশি চ্যানেলে ক্লিন ফিড না পাঠালে আগামীকাল শুক্রবার থেকে কেবল অপারেটর ও ডাউনলিংক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেবে সরকার।  

মন্ত্রী বলেন, ‘আগামীকাল থেকে আমরা সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করব। শুধু ক্লিন ফিড নয়, কোনো কেবল অপারেটর যদি মন্ত্রণালয়ের মাধ্যমে টিভির যে সিরিয়াল করে দেওয়া হয়েছে সেটার যদি ব্যত্যয় করে, কোনো কেবল অপারেটর যদি আইন ভঙ্গ করে বিজ্ঞাপন দেখায়, অনুষ্ঠান প্রদর্শন করে, ক্লিনফিড যদি দেখানো না হয় কিংবা আইনের ব্যত্যয় ঘটায় সেটি কেবল অপারেটর ও যারা ডাউনলিংকের পারমিশন পেয়েছে তাদের ওপর আইন ভঙ্গের দায় বর্তাবে। এ জন্য মোবাইল কোর্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’ 

তথ্যমন্ত্রী বলেন, ক্লিন ফিড না দেখালে ১ অক্টোবর থেকে যে আইন প্রয়োগ করা হবে তা গত অক্টোবর মাসে সভা করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছিল। দিনের পর দিন তারা সময় নেবে, সময় ক্ষেপণ করবে এটা হয় না। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীকেও বলে এসেছি ১ অক্টোবর থেকে আমরা ক্নিনফিড দেখানোর বিষয়টি কার্যকর করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত