নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, তাঁর স্ত্রী শাহিন সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২ জুলাই তাঁদের হাজির হতে বলা হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের স্বাক্ষরে তাদের অভিযুক্তদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় তলবি নোটিশ পাঠানো হয়েছে। কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
আকতারুল জানান, তারিক আহমেদ সিদ্দিকী, তার স্ত্রী শাহিন সিদ্দিকের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তাদেরকে তলব করা হয়েছে।
দুদকের তলবি চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বর্ণিত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।’
গত ২৭ জানুয়ারি দেশের তিন বিমানবন্দরে চার প্রকল্পের ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক চার মামলা দায়ের করে দুদক।
এরপর গত ১৪ মে তারিক আহমেদ সিদ্দিকী, তাঁর স্ত্রী শাহীন সিদ্দিক ও তাঁর মেয়ে নুরিন সিদ্দিকের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৩টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেয়ে আদালত। এসব হিসাবে ৬ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ৩৭১ টাকা জমা রয়েছে।
গত ৩ জুন তারিক আহমেদ সিদ্দিকীর স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে নুরিন তাসমিয়া সিদ্দিকের নামে থাকা ২৪ বিঘা জমি, পাঁচটি প্লট ও পাঁচটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেয় আদালত।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, তাঁর স্ত্রী শাহিন সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২ জুলাই তাঁদের হাজির হতে বলা হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের স্বাক্ষরে তাদের অভিযুক্তদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় তলবি নোটিশ পাঠানো হয়েছে। কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
আকতারুল জানান, তারিক আহমেদ সিদ্দিকী, তার স্ত্রী শাহিন সিদ্দিকের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তাদেরকে তলব করা হয়েছে।
দুদকের তলবি চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বর্ণিত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।’
গত ২৭ জানুয়ারি দেশের তিন বিমানবন্দরে চার প্রকল্পের ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক চার মামলা দায়ের করে দুদক।
এরপর গত ১৪ মে তারিক আহমেদ সিদ্দিকী, তাঁর স্ত্রী শাহীন সিদ্দিক ও তাঁর মেয়ে নুরিন সিদ্দিকের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৩টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেয়ে আদালত। এসব হিসাবে ৬ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ৩৭১ টাকা জমা রয়েছে।
গত ৩ জুন তারিক আহমেদ সিদ্দিকীর স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে নুরিন তাসমিয়া সিদ্দিকের নামে থাকা ২৪ বিঘা জমি, পাঁচটি প্লট ও পাঁচটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেয় আদালত।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
৩ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
৬ ঘণ্টা আগেএকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার নারী নির্যাতন-সংক্রান্ত একটি অভিযোগ প্রচার হয়েছে। তবে বিষয়টি প্রচারিত হওয়ার আগেই সেনাবাহিনী জানতে পেরে গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম
৭ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
১৪ ঘণ্টা আগে