নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর লালবাগ থানা এলাকায় একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহকে ও নিউমার্কেট এলাকায় সবুজ আলী নামে একজনকে গুলি করে হত্যার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও মেজর জেনারেল (চাকরি থেকে অব্যাহতি পাওয়া) জিয়াউল আহসানকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম পৃথক দুই মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে আনিসুল ও সালমানকে নিউমার্কেট থানার দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। অন্যদিকে সদ্য চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে আট দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে লালবাগ থানার শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আক্কাস আলী। একই সঙ্গে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আদালত প্রথমে তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পরে শুনানি শেষে প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে লালবাগ থানাধীন আজিমপুর সরকারি আবাসিক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হন আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় বলা হয়, কিছু আসামির যোগসাজশ ও উসকানিমূলক বক্তব্যে ও সরাসরি নির্দেশে গুলি চালানো হয়।
এ ঘটনায় খালিদ হাসান সাইফুল্লার বাবা কামরুল হাসান বাদী হয়ে লালবাগ থানায় শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিপরিষদ সদস্য ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন।
সবুজ হত্যা মামলায় ৫দিন রিমান্ড:
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিউমার্কেট এলাকায় সবুজ আলী নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করে নিউমার্কেট থানার পুলিশ। শুনানি শেষে আদালত এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ১৩ আগস্ট রাতে নৌপথে পালাতে গিয়ে সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। পরদিন নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।
অন্যদিকে ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়।
রাজধানীর লালবাগ থানা এলাকায় একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহকে ও নিউমার্কেট এলাকায় সবুজ আলী নামে একজনকে গুলি করে হত্যার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও মেজর জেনারেল (চাকরি থেকে অব্যাহতি পাওয়া) জিয়াউল আহসানকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম পৃথক দুই মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে আনিসুল ও সালমানকে নিউমার্কেট থানার দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। অন্যদিকে সদ্য চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে আট দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে লালবাগ থানার শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আক্কাস আলী। একই সঙ্গে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আদালত প্রথমে তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পরে শুনানি শেষে প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে লালবাগ থানাধীন আজিমপুর সরকারি আবাসিক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হন আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় বলা হয়, কিছু আসামির যোগসাজশ ও উসকানিমূলক বক্তব্যে ও সরাসরি নির্দেশে গুলি চালানো হয়।
এ ঘটনায় খালিদ হাসান সাইফুল্লার বাবা কামরুল হাসান বাদী হয়ে লালবাগ থানায় শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিপরিষদ সদস্য ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন।
সবুজ হত্যা মামলায় ৫দিন রিমান্ড:
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিউমার্কেট এলাকায় সবুজ আলী নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করে নিউমার্কেট থানার পুলিশ। শুনানি শেষে আদালত এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ১৩ আগস্ট রাতে নৌপথে পালাতে গিয়ে সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। পরদিন নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।
অন্যদিকে ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়।
রেলযাত্রা নিয়ে মানুষের ভোগান্তির গল্পের শেষ নেই। সময়মতো ট্রেন না ছাড়া, দরকারি টিকিট না পাওয়া, অপরিচ্ছন্ন আসন, নোংরা প্ল্যাটফর্ম— এমন অভিযোগের দীর্ঘ তালিকা রয়েছে যাত্রী-মনে। ট্রেনে ও স্টেশনে সেসব অভিযোগ জানানোর জন্য রয়েছে বড় আকারের রুলটানা খাতা, যার সরকারি নাম ‘কমপ্লেইন রেজিস্ট্রার বুক’।
৩৫ মিনিট আগেঅবশেষে ব্ল্যাংক স্মার্ট কার্ড কেনার জট খুলছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (সেপ্টেম্বর) প্রথম সপ্তাহ থেকে ব্ল্যাংক স্মার্ট কার্ড হাতে পাবে নির্বাচন কমিশন (ইসি)। আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ২ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার কার্ড কিনছে...
৩ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে, যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আমরা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের...
৯ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
১ দিন আগে