Ajker Patrika

রাষ্ট্রধর্ম ইসলামের ব্যাপারে আপিল শুনানি বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪০
রাষ্ট্রধর্ম ইসলামের ব্যাপারে আপিল শুনানি বৃহস্পতিবার

রাষ্ট্রধর্ম ইসলামের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি হবে আগামী বৃহস্পতিবার। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি হবে। 

বিষয়টি আজ রোববার আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য আসে। তবে এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, এটি রাষ্ট্রধর্মের বিষয়। এটি নিয়ে পাবলিক ইন্টারেস্ট আছে। বিষয়টি যদি আপনারা সবাই মিলে শুনতেন। তখন আদালত বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। 

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে এর আগে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী। তবে ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর রিটটি খারিজের রায় দেন হাইকোর্ট। এর পর আপিল বিভাগে আবেদন করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত