Ajker Patrika

স্ত্রীসহ দুর্নীতির মামলায় অব্যাহতি পেলেন শামীম ইস্কান্দার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমাকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবীরা এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।

শুনানি চলাকালে শামীম ইস্কান্দার ও তাঁর স্ত্রী আদালতে হাজির ছিলেন। ২০০৮ সালের এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার আমলে দায়ের করা মামলায় অব্যাহতি পেলেন তাঁরা।

সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক। কিন্তু নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা সিদ্ধান্ত নেয় দুদক। পরে ২০০৮ সালের ৫ মে রাজধানী রমনা থানায় মামলা করে সংস্থাটি।

২০০৯ সালে শামীম ইস্কান্দর ও তাঁর স্ত্রী জামিন পেয়ে মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। এরপর আবার ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। ২০১৬ সালে শামীম ইস্কান্দারের আবেদনের পরিপ্রেক্ষিতে আবারও হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। পরে ২০১৯ সালে শামীম ইস্কান্দরের আবেদন খারিজ করেন হাইকোর্ট। এরপর তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা বাতিলের আবেদন করেন। আপিল বিভাগ ২০২২ সালের ১২ জুন আবেদন খারিজ করে দেন। পরে মামলাটির কার্যক্রম আবার বিচারিক আদালতে শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত