নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমাকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবীরা এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।
শুনানি চলাকালে শামীম ইস্কান্দার ও তাঁর স্ত্রী আদালতে হাজির ছিলেন। ২০০৮ সালের এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার আমলে দায়ের করা মামলায় অব্যাহতি পেলেন তাঁরা।
সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক। কিন্তু নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা সিদ্ধান্ত নেয় দুদক। পরে ২০০৮ সালের ৫ মে রাজধানী রমনা থানায় মামলা করে সংস্থাটি।
২০০৯ সালে শামীম ইস্কান্দর ও তাঁর স্ত্রী জামিন পেয়ে মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। এরপর আবার ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। ২০১৬ সালে শামীম ইস্কান্দারের আবেদনের পরিপ্রেক্ষিতে আবারও হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। পরে ২০১৯ সালে শামীম ইস্কান্দরের আবেদন খারিজ করেন হাইকোর্ট। এরপর তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা বাতিলের আবেদন করেন। আপিল বিভাগ ২০২২ সালের ১২ জুন আবেদন খারিজ করে দেন। পরে মামলাটির কার্যক্রম আবার বিচারিক আদালতে শুরু হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমাকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবীরা এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।
শুনানি চলাকালে শামীম ইস্কান্দার ও তাঁর স্ত্রী আদালতে হাজির ছিলেন। ২০০৮ সালের এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার আমলে দায়ের করা মামলায় অব্যাহতি পেলেন তাঁরা।
সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক। কিন্তু নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা সিদ্ধান্ত নেয় দুদক। পরে ২০০৮ সালের ৫ মে রাজধানী রমনা থানায় মামলা করে সংস্থাটি।
২০০৯ সালে শামীম ইস্কান্দর ও তাঁর স্ত্রী জামিন পেয়ে মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। এরপর আবার ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। ২০১৬ সালে শামীম ইস্কান্দারের আবেদনের পরিপ্রেক্ষিতে আবারও হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। পরে ২০১৯ সালে শামীম ইস্কান্দরের আবেদন খারিজ করেন হাইকোর্ট। এরপর তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা বাতিলের আবেদন করেন। আপিল বিভাগ ২০২২ সালের ১২ জুন আবেদন খারিজ করে দেন। পরে মামলাটির কার্যক্রম আবার বিচারিক আদালতে শুরু হয়।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
৩৭ মিনিট আগেসব ঠিক থাকলে মাস ছয়েক পরে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর জোরেশোরে বইছে নির্বাচনী হাওয়া। প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচনের কাজে সংশ্লিষ্ট সব সংস্থা। পুলিশও প্রস্তুতি নিচ্ছে তাদের দায়িত্ব পালনে। এ জন্য ভোটের মাঠে যেসব উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) দায়িত্ব পালন করবেন,
১ ঘণ্টা আগেগত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
৬ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, সরকার গণমাধ্যমে স্বচ্ছতা, সুরক্ষা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই মূল্যবোধ সংরক্ষণ ও বৃদ্ধির জন্য সব অংশীজনের একসঙ্গে কাজ করা দরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমে সম্পাদকীয়, পরিচালনাগত বা ব্যবসায়িক দিকগুলোতে হস্তক্ষেপ করেনি।
৭ ঘণ্টা আগে