Ajker Patrika

অযথা ক্ষমতা দেখাবেন না, দুদককে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অযথা ক্ষমতা দেখাবেন না, দুদককে হাইকোর্ট

ক্ষমতার অপব্যবহার নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সতর্ক করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। দুদককে উদ্দেশ করে হাইকোর্ট বলেছেন, ‘ক্ষমতা থাকলেই কেন অপব্যবহার করবেন? অযথা ক্ষমতা দেখাবেন না।’ 

আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ দুদকের আইনজীবীর উদ্দেশে এ মন্তব্য করেন। 

আদালত বলেন, একজনকে ২০১৯ সালে নোটিশ দিলেন, কিন্তু এখনো নিষ্পত্তি করলেন না। আবার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিলেন। কেয়ামত পর্যন্ত কী তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকবে? 

এরপর আদালত নাভানা গ্রুপের আফতাব অটো মোবাইল লিমিটেডের পরিচালক মো. মামুন খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন ও সাঈদা ইয়াসমিন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন সাজ্জাদ হোসেন। আগামী ১৪ ডিসেম্বর এ ব্যাপারে পরবর্তী শুনানি হবে। 

আবেদনের বিষয়ে আইনজীবী জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, নাভানার কর্মকর্তা মামুন খানের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানে কর্মরত জ্যেষ্ঠ উপব্যবস্থাপক দুদকের কাছে একটি অভিযোগ করেন। ওই অভিযোগের পর দুদক মামুন খানকে তলব করে। পরে মামুন খান দুদকে হাজির হয়ে তাঁর সব সম্পদ বিবরণী দাখিল করেন। এরপর ২০১৯ সালে মামুনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে দুদক। 

জয়নুল বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা একাধিকবার পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো অনুসন্ধান বা তদন্ত শেষ হয়নি। এ কারণে দুদকের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গত আগস্ট মাসে হাইকোর্টে রিট করেন মামুন খান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত