Ajker Patrika

এক দিনে রেকর্ড দুই শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক দিনে রেকর্ড দুই শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু ১

দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছেই। প্রায়ই দৈনিক শনাক্তে নতুন রেকর্ড হচ্ছে। এবার গত ২৪ ঘণ্টায় রেকর্ড দুই শতাধিক রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। এ সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০১ জন রোগী। যা এ বছরে একদিনে সর্বোচ্চ রেকর্ড। এই শনাক্ত ও ভর্তির মধ্যে ঢাকায় ১৪৯ জন এবং ঢাকার বাইরে ৫২ জন। 

এ ছাড়া বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৬৮ জন ডেঙ্গু রোগী। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৫১ জন এবং ঢাকার বাইরে ১১৭ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসের ২৯ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে মোট ৩ হাজার ৩৩ জন। আর জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৭১ জন। গত মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে এ সংখ্যা ছিল ৭৩৭। আর এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২০ জনের। তাঁদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন ও আগস্টের ২৯ দিনে ১০ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৬৯৩। তাঁদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৫ হাজার ৫ জন। এই মোট রোগীর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৪ হাজার ৬৯২ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৪ হাজার ১৩২ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১ জন। তাঁদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৮৭৩ জন। এ সময় মৃত্যু হয়েছে ২০ জনের। 

কীটতত্ত্ববিদদের বলছেন, তাঁদের আগেই ধারণা ছিল আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রাদুর্ভাব সর্বোচ্চ চূড়ায় উঠবে। দেশে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ১০৫ জনের বেশি রোগী শনাক্ত হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত