Ajker Patrika

ইসি কর্মকর্তাদের রদবদল শুরু

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন নিয়োগ পাওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের রদবদল ও পদায়ন শুরু হয়েছে। আজ রোববার ইসির সাতজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হককে ইসি সচিবালয়ের উপসচিব; মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদকে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা; কুমিল্লার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনকে মুন্সিগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা; ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলামকে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. ইস্তাফিজুল হক আকন্দকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক (বাজেট, হিসাব ও সাধারণ সেবা); সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনকে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা এবং ইসি সচিবালয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ শুকুর মাহমুদকে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

এ ছাড়া সম্প্রতি আলাদা আলাদা প্রজ্ঞাপনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক (চলতি দায়িত্ব) আসমা দিলারা জান্নাতকে একই অনুবিভাগের উপপরিচালক (তথ্য অনুসন্ধান); ইসি সচিবালয়ের সহকারী সচিব হাবিবা আখতারকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশিক্ষণ);

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মো. রশিদ মিয়াকে জাতীয় পরিচয়পত্র সেবার উপপরিচালক; জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামকে ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত