নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আলোর ঝলকানি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে দুই দিনের বিশেষ অনুষ্ঠান। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ স্লোগানে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দর্শক সারিতে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ধ্যা সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয় অনুষ্ঠান। ৬টার পর পরই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
প্রধানমন্ত্রী আসার পর পরই বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করা হয়। ৪০ জনের অংশগ্রহণে এ কবিতা আবৃত্তিতে নেতৃত্ব দেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এরপর জুলফিকার রাসেল রচিত থিম সংগীত ‘পদ্মা মেঘনা বুকে নিয়ে একটাই আছে দেশ/আমার বাংলাদেশ’ গানের সঙ্গে পরিবেশিত হয় নৃত্যাঞ্চলের নৃত্য। শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার নেতৃত্বে শতাধিক নৃত্যশিল্পী অংশ নেন হৃদয়গ্রাহী এক পরিবেশনায়।
নাট্যকার মাসুম রেজা রচিত পুঁথিগানের মাধ্যমে অনুষ্ঠান উপস্থাপন করেন নাট্যশিল্পী মাসুম আজিজ।
ঐতিহ্যবাহী গম্ভীরা ও পুঁথির মাধ্যমে বর্ণনা করা হয় দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা অর্জনের কথা। এরপর পরিবেশিত হয় সঙ্গীতকোলাজ। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতসহ ঐতিহ্যবাহী লোকগান পরিবেশন করেন দেশসেরা শিল্পীরা। ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর বাংলাদেশ গানটিও পরিবেশন করা হয় সম্মিলিত কণ্ঠে।
ইমন চৌধুরীর রচনা ও তারিক আনাম খানের পরিচালনায় দেশের সমৃদ্ধির কথা তুলে ধরা হয় গানে গানে। যাতে কোরিওগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয় পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল নির্মাণের কথা।
সৈয়দ আবদুল হাদী, রেজোয়ানা চৌধুরী বন্যা, নকিব খান প্রমুখ শিল্পীর নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চলের ৮৫ জন শিশুশিল্পী অংশ নেন একটি হৃদয়স্পর্শী সঙ্গীতকোলাজে।
সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে সংসদের মূল ভবনে লেজার শো’র মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের বিভিন্ন সময়ের ছবি প্রদর্শন করা হয়। বর্ণিল কোরিওগ্রাফির মাধ্যমে কবি কামাল আবদুল নাসের চৌধুরীর লেখা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ‘মহাবিজয়ের মহানায়ক শেখ মুজিবুর রহমান’ গানটি পরিবেশনার মাধ্যমে রাত ৮টায় শেষ হয় দুই দিনের এই অনুষ্ঠান।
আলোর ঝলকানি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে দুই দিনের বিশেষ অনুষ্ঠান। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ স্লোগানে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দর্শক সারিতে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ধ্যা সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয় অনুষ্ঠান। ৬টার পর পরই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
প্রধানমন্ত্রী আসার পর পরই বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করা হয়। ৪০ জনের অংশগ্রহণে এ কবিতা আবৃত্তিতে নেতৃত্ব দেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এরপর জুলফিকার রাসেল রচিত থিম সংগীত ‘পদ্মা মেঘনা বুকে নিয়ে একটাই আছে দেশ/আমার বাংলাদেশ’ গানের সঙ্গে পরিবেশিত হয় নৃত্যাঞ্চলের নৃত্য। শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার নেতৃত্বে শতাধিক নৃত্যশিল্পী অংশ নেন হৃদয়গ্রাহী এক পরিবেশনায়।
নাট্যকার মাসুম রেজা রচিত পুঁথিগানের মাধ্যমে অনুষ্ঠান উপস্থাপন করেন নাট্যশিল্পী মাসুম আজিজ।
ঐতিহ্যবাহী গম্ভীরা ও পুঁথির মাধ্যমে বর্ণনা করা হয় দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা অর্জনের কথা। এরপর পরিবেশিত হয় সঙ্গীতকোলাজ। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতসহ ঐতিহ্যবাহী লোকগান পরিবেশন করেন দেশসেরা শিল্পীরা। ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর বাংলাদেশ গানটিও পরিবেশন করা হয় সম্মিলিত কণ্ঠে।
ইমন চৌধুরীর রচনা ও তারিক আনাম খানের পরিচালনায় দেশের সমৃদ্ধির কথা তুলে ধরা হয় গানে গানে। যাতে কোরিওগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয় পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল নির্মাণের কথা।
সৈয়দ আবদুল হাদী, রেজোয়ানা চৌধুরী বন্যা, নকিব খান প্রমুখ শিল্পীর নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চলের ৮৫ জন শিশুশিল্পী অংশ নেন একটি হৃদয়স্পর্শী সঙ্গীতকোলাজে।
সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে সংসদের মূল ভবনে লেজার শো’র মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের বিভিন্ন সময়ের ছবি প্রদর্শন করা হয়। বর্ণিল কোরিওগ্রাফির মাধ্যমে কবি কামাল আবদুল নাসের চৌধুরীর লেখা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ‘মহাবিজয়ের মহানায়ক শেখ মুজিবুর রহমান’ গানটি পরিবেশনার মাধ্যমে রাত ৮টায় শেষ হয় দুই দিনের এই অনুষ্ঠান।
দেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
৬ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
৬ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৬ ঘণ্টা আগেসরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়া সহজ করতে ১০-১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেওয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ
৭ ঘণ্টা আগে