নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের দুটি গাড়ি জব্দ করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসব গাড়ি থেকে ঘটনার ব্যাপারে নানা সূত্র পাওয়া যেতে পারে বলে ধারণা তাদের।
সেই সঙ্গে ঘটনা তদন্তে সন্দেহভাজনের তালিকায় রয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের প্রথম থেকে মধ্যম সারির কয়েকজন নেতা-কর্মী। তাঁরা ডিবির কড়া নজরদারিতে রয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবির প্রধান) হারুন আর রশীদ।
হারুন আর রশীদ বলেন, ‘এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় মূল মামলা হয়েছে ভারতে। বাংলাদেশে নিখোঁজের জিডি হয়েছে। এই হত্যাকাণ্ডটি ভারতে হলেও, এর সঙ্গে জড়িতরা সবাই বাংলাদেশি। এদের মধ্যে তিনজনকে বাংলাদেশে ও দুজনকে ভারতে গ্রেপ্তার হয়েছে। তাদের দেওয়া তথ্যমতে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারে—ঝিনাইদহ আওয়ামী লীগ নেতারা জড়িত রয়েছেন। ইতিমধ্যে ঝিনাইদহ জেলার আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদককে গ্রেপ্তারের পরে রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদের নজরদারিতে রাখা হয়েছে।’
ডিবিপ্রধান আরও বলেন, ‘এমপি আনার হত্যার পরে ভিডিও ও ছবি তোলা হয়েছে। সেসব ভিডিও ও ছবি কারও কাছে পাঠিয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। ছবি বা ভিডিও কারও কাছে পাঠিয়ে আর্থিকভাবে কোনো লেনদেন করা হয়েছে কি না, সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে।’
মূল পরিকল্পনাকারী শাহীনের গাড়ি জব্দের বিষয়ে হারুন বলেন, ‘এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ভারতের দিল্লি হয়ে, নেপালের কাঠমান্ডু হয়ে, দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছে। তাকে আটক করতে না পারলেও, বাকি আসামিদের আমরা গ্রেপ্তার করতে পেরেছি। সেই মাস্টারমাইন্ড শাহীনের ব্যবহৃত দুটি গাড়ি আমরা জব্দ করেছি। যার গাড়ি নম্বর ঢাকা মেট্রো চ-১২-০১৮০ ও ‘ঢাকা মেট্রো ঘ-১৩-৯৮৬৯।’
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের দুটি গাড়ি জব্দ করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসব গাড়ি থেকে ঘটনার ব্যাপারে নানা সূত্র পাওয়া যেতে পারে বলে ধারণা তাদের।
সেই সঙ্গে ঘটনা তদন্তে সন্দেহভাজনের তালিকায় রয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের প্রথম থেকে মধ্যম সারির কয়েকজন নেতা-কর্মী। তাঁরা ডিবির কড়া নজরদারিতে রয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবির প্রধান) হারুন আর রশীদ।
হারুন আর রশীদ বলেন, ‘এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় মূল মামলা হয়েছে ভারতে। বাংলাদেশে নিখোঁজের জিডি হয়েছে। এই হত্যাকাণ্ডটি ভারতে হলেও, এর সঙ্গে জড়িতরা সবাই বাংলাদেশি। এদের মধ্যে তিনজনকে বাংলাদেশে ও দুজনকে ভারতে গ্রেপ্তার হয়েছে। তাদের দেওয়া তথ্যমতে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারে—ঝিনাইদহ আওয়ামী লীগ নেতারা জড়িত রয়েছেন। ইতিমধ্যে ঝিনাইদহ জেলার আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদককে গ্রেপ্তারের পরে রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদের নজরদারিতে রাখা হয়েছে।’
ডিবিপ্রধান আরও বলেন, ‘এমপি আনার হত্যার পরে ভিডিও ও ছবি তোলা হয়েছে। সেসব ভিডিও ও ছবি কারও কাছে পাঠিয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। ছবি বা ভিডিও কারও কাছে পাঠিয়ে আর্থিকভাবে কোনো লেনদেন করা হয়েছে কি না, সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে।’
মূল পরিকল্পনাকারী শাহীনের গাড়ি জব্দের বিষয়ে হারুন বলেন, ‘এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ভারতের দিল্লি হয়ে, নেপালের কাঠমান্ডু হয়ে, দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছে। তাকে আটক করতে না পারলেও, বাকি আসামিদের আমরা গ্রেপ্তার করতে পেরেছি। সেই মাস্টারমাইন্ড শাহীনের ব্যবহৃত দুটি গাড়ি আমরা জব্দ করেছি। যার গাড়ি নম্বর ঢাকা মেট্রো চ-১২-০১৮০ ও ‘ঢাকা মেট্রো ঘ-১৩-৯৮৬৯।’
১৮৬১ সালের পুলিশ আইনেই গন্ডগোল আছে উল্লেখ করে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, সংস্কার কমিশন পুলিশের বিষয়ে বলছে অনেক বিষয় পরীক্ষা–নিরীক্ষা দরকার। পরীক্ষা-নিরীক্ষা যদি দরকার হয়, তাহলে এই সংস্কার কমিশনের কী দরকার। অথচ গন্ডগোল ১৮৬১ সালের পুলিশ আইনে। তা নিয়ে সংস্কার কমিশন কিছু বলছে না।
১ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে রাজারবাগে পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম। ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ: নিরাপত্তা ও আস্থার বন্ধন’ শীর্ষক আলোচনায় তিনি বিশেষ আলোচক হিসেবে এসব বক্তব্য দেন...
৩ ঘণ্টা আগেশ্রমিকদের অবস্থান পরিবর্তনের জন্য শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ জন্য প্রয়োজন শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর বাস্তবায়ন।
৬ ঘণ্টা আগেমানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
১১ ঘণ্টা আগে