নতুন তিন উপদেষ্টা শপথ গ্রহণের পর অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে দায়িত্ব পুর্নবণ্টন করা হয়েছে। এর মধ্যে নতুন দুজনকে তিনটি মন্ত্রণালয় এবং আগের দপ্তরবিহীন একজন উপদেষ্টাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ ছাড়া আরও ছয়জন উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করে আজ রোববার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নিজের হাতে থাকা দুটি মন্ত্রণালয় ছেড়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা।
নতুন উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর মোস্তফা সরয়ার ফারুকীকে দেওয়া হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে শপথ নিলেও আজ রোববার তাঁকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত আলী ইমাম মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা নিজের হাতে এতদিন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রেখেছিলেন। সেখান থেকে তিনি খাদ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছেড়ে দিয়েছেন।
সালেহ উদ্দিন আহমেদের হাতে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় ছিল। নতুন উপদেষ্টা বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় এখন শুধু অর্থ মন্ত্রণালয় সালেহ উদ্দিনের হাতে রইল।
ড. আসিফ নজরুলের হাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ছিল। তাঁর কাছ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে ফারুকীকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
হাসান আরিফের হাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় ছিল। তাঁর হাত থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে তিনি ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ছিল। আসিফকে শ্রম মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের হাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। তাঁকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
নতুন তিন উপদেষ্টা শপথ গ্রহণের পর অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে দায়িত্ব পুর্নবণ্টন করা হয়েছে। এর মধ্যে নতুন দুজনকে তিনটি মন্ত্রণালয় এবং আগের দপ্তরবিহীন একজন উপদেষ্টাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ ছাড়া আরও ছয়জন উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করে আজ রোববার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নিজের হাতে থাকা দুটি মন্ত্রণালয় ছেড়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা।
নতুন উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর মোস্তফা সরয়ার ফারুকীকে দেওয়া হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে শপথ নিলেও আজ রোববার তাঁকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত আলী ইমাম মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা নিজের হাতে এতদিন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রেখেছিলেন। সেখান থেকে তিনি খাদ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছেড়ে দিয়েছেন।
সালেহ উদ্দিন আহমেদের হাতে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় ছিল। নতুন উপদেষ্টা বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় এখন শুধু অর্থ মন্ত্রণালয় সালেহ উদ্দিনের হাতে রইল।
ড. আসিফ নজরুলের হাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ছিল। তাঁর কাছ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে ফারুকীকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
হাসান আরিফের হাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় ছিল। তাঁর হাত থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে তিনি ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ছিল। আসিফকে শ্রম মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের হাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। তাঁকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি শঙ্কামুক্ত আছেন।
২ ঘণ্টা আগেকিছুদিন আগে একটি মিশনে যোগ দেওয়া মিশন প্রধান জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই অনেক মিশন থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলা হয়। সাবধানতা হিসেবে কোনো কোনো মিশন রাষ্ট্রপতির ছবিও নামিয়ে ফেলে।
৩ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল চালুর পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চুক্তির খসড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছে মতপার্থক্য।
১৩ ঘণ্টা আগেকারাগারের ভেতরে ‘অদৃশ্য’ এক আর্থিক লেনদেনের জাল বিস্তৃত হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। বন্দীদের নানা সুবিধা পাওয়ার ব্যবস্থা করতে মোবাইল ব্যাংকিংয়ে স্বজনেরা টাকা পাঠাচ্ছেন কারারক্ষীদের কাছে। বিনিময়ে বন্দীদের কারাগারেই মিলছে মোবাইল ফোন ব্যবহার, মাদকসেবন, বাইরের খাবার কিংবা ফাঁকিবাজির সুযোগ।
১৩ ঘণ্টা আগে