Ajker Patrika

ব্যাটারি-মোটর খুলে চালানো যাবে প্যাডেল রিকশা-ভ্যান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৩ জুন ২০২১, ২০: ০৬
ব্যাটারি-মোটর খুলে চালানো যাবে প্যাডেল রিকশা-ভ্যান

ঢাকা: যেসব প্যাডেল রিকশা-ভ্যান ব্যাটারি ও মোটর লাগানো হয়েছিল সেগুলো ব্যাটারি ও মোটর খুলে চালানো যাবে।   

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (২০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের তৃতীয় সভায় সড়ক মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে যেসব প্যাডেল চালিত রিকশা ও ভ্যানে ব্যাটারি বা মোটর যন্ত্র লাগানো হয়েছে শুধুমাত্র সেসব রিকশা ও ভ্যান থেকে ব্যাটারি বা মোটর যন্ত্র খুলে ফেলার সিদ্ধান্ত হয়েছে। 

বিষয়টির ব্যাখ্যা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু আজকের পত্রিকাকে বলেন, যেসব প্যাডেল রিকশা-ভ্যানে ব্যাটারি ও মোটর লাগানো হয়েছিল সেগুলো ব্যাটারি ও মোটর খুলে চলাচল করতে পারবে। প্যাডেল ছাড়া যেসব রিকশা-ভ্যানে ব্যাটারি ও মোটর লাগানো হয়েছে সেগুলো আর চলতে পারবে না। 

গত রোববার সড়ক পরিবহন টাস্কফোর্সের সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছিলেন, সারা দেশে প্যাডেল চালিত রিকশাকে যারা ইঞ্জিন দিয়ে রূপান্তর করেছেন সেসব রিকশা-ভ্যান বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। প্যাডেল রিকশা-ভ্যান থেকে ব্যাটারি ও মোটর খোলা হলে সেগুলো সড়কে চলতে পারবে কি না, সে বিষয়ে ওই দিন কিছু বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত