Ajker Patrika

সততা ও নিষ্ঠার সঙ্গে নির্বাচন পরিচালনার কথা বললেন নতুন সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সততা ও নিষ্ঠার সঙ্গে নির্বাচন পরিচালনার কথা বললেন নতুন সিইসি

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণমূলক নির্বাচনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ সোমবার দুপুরে আগারগাঁওয়ে জাতীয় নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। 

শুরুতেই আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে আগামী নির্বাচন পরিচালনা করার কথা বলেন সিইসি। 
 
তিনি বলেন, ‘সংবিধানে আমাদের দায়িত্ব যেভাবে দেওয়া আছে, আমরা সেভাবেই দায়িত্ব পালন করবো। তবে সব রাজনৈতিক দলগুলোকে সুষ্ঠ নির্বাচন পরিচালনায় আমাদের সহযোগিতা করতে হবে। আমরা আমাদের সাধ্যমত ভোটারদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করবো। আমরা চাই কোনো দলই ভোটের মাঠ ছেড়ে দেবেন না। কারণ কোনো দল ভোটের মাঠ ছেড়ে দিলে নির্বাচন আর সুষ্ঠু থাকে না।’ 

কর্মদিবসের প্রথম দিনে কমিশনের সব সহকর্মীর সঙ্গে পরিচিত হয়েছেন কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, ‘আজ যোগ দিয়ে সবার সঙ্গে মতবিনিময় করেছি।’ 

কর্মপরিকল্পনা প্রসঙ্গে সিইসি বলেন, ‘আমাদের কমিশন সেভাবে অভিজ্ঞ না। তবে নির্বাচন কমিশন নিয়ে আমাদের জ্ঞান আছে। এজন্য কমিশনের সবার সঙ্গে বসে আমরা আমাদের কর্মপরিকল্পনা তৈরি করবো। নির্বাচনের বিধিবিধান এবং কর্মপরিকল্পনা অনুযায়ী আমাদের মেয়াদে কাজ করার চেষ্টা করবো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত