নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবার ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করা হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মোজাম্মেল হক।
মোজাম্মেল হক বলেন, ‘ঈদের ছুটি তিন দিনের পরিবর্তে চার দিন করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ ২৭-৩০ জুন পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা হতে পারে। তবে এ বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। সেখান থেকে অনুমোদন দেওয়া হলে এ বছর ঈদুল আজহার ছুটি চার দিন হবে। গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।’
চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ২৯ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্যাপিত হয়। পূর্বঘোষিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২৮-৩০ জুন ঈদুল আজহার ছুটি নির্ধারিত রয়েছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২৭ জুন থেকে ঈদের ছুটি ঘোষণার সুপারিশ করছে। যাতে ঈদে ঘরমুখী মানুষের কষ্ট কম হয়।
মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী বলেন, ‘ঈদের ছুটিতে ঘরমুখী বহু মানুষ মারা যায় (দুর্ঘটনায়)। গত ঈদুল ফিতরের সময়ে যথেষ্ট স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ ছিল। এবারও ঈদ যাতে সে রকম হয়, সে জন্য অনেকে ২৭ জুন ঈদের ছুটি দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। এটিতে মন্ত্রিসভার দৃষ্টি আকর্ষণ করা হবে। যদি মন্ত্রিসভা অনুমোদন করে, তাহলে হয়তো যাতায়াতে চাপ কম পড়বে, মানুষ একটু নিরাপদে যেতে পারবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আসন্ন কোরবানি ঈদে ঘরমুখী মানুষের যাতে কষ্ট না হয় সে জন্য দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে পশুর হাট যেন না বসতে পারে আইনশৃঙ্খলা বাহিনীকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। যানবাহন চলাচল যাতে স্বাভাবিক থাকে সে জন্য কোনোমতেই যাতে রাস্তা দখল করে হাট বসানো না হয় সেদিকে কঠোর নজরদারি দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’
এবার ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করা হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মোজাম্মেল হক।
মোজাম্মেল হক বলেন, ‘ঈদের ছুটি তিন দিনের পরিবর্তে চার দিন করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ ২৭-৩০ জুন পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা হতে পারে। তবে এ বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। সেখান থেকে অনুমোদন দেওয়া হলে এ বছর ঈদুল আজহার ছুটি চার দিন হবে। গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।’
চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ২৯ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্যাপিত হয়। পূর্বঘোষিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২৮-৩০ জুন ঈদুল আজহার ছুটি নির্ধারিত রয়েছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২৭ জুন থেকে ঈদের ছুটি ঘোষণার সুপারিশ করছে। যাতে ঈদে ঘরমুখী মানুষের কষ্ট কম হয়।
মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী বলেন, ‘ঈদের ছুটিতে ঘরমুখী বহু মানুষ মারা যায় (দুর্ঘটনায়)। গত ঈদুল ফিতরের সময়ে যথেষ্ট স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ ছিল। এবারও ঈদ যাতে সে রকম হয়, সে জন্য অনেকে ২৭ জুন ঈদের ছুটি দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। এটিতে মন্ত্রিসভার দৃষ্টি আকর্ষণ করা হবে। যদি মন্ত্রিসভা অনুমোদন করে, তাহলে হয়তো যাতায়াতে চাপ কম পড়বে, মানুষ একটু নিরাপদে যেতে পারবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আসন্ন কোরবানি ঈদে ঘরমুখী মানুষের যাতে কষ্ট না হয় সে জন্য দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে পশুর হাট যেন না বসতে পারে আইনশৃঙ্খলা বাহিনীকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। যানবাহন চলাচল যাতে স্বাভাবিক থাকে সে জন্য কোনোমতেই যাতে রাস্তা দখল করে হাট বসানো না হয় সেদিকে কঠোর নজরদারি দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’
সমালোচনার মুখে আগের অবস্থান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। সরাসরি যাঁরা মুক্তিযুদ্ধে অংশ নেননি, তাঁদের মুক্তিযুদ্ধে সহযোগী হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল রাখছে সরকার।
৪ ঘণ্টা আগেজাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে নাগরিকের ভোগান্তি কমাতে আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম (ক্র্যাশ প্রোগ্রাম) হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ায় জটিল সংশোধনীর আবেদন নিষ্পত্তির ক্ষমতা সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের হাতে দেওয়া হলেও প্রচারের অভাবে তা জানতে পারছেন না...
৯ ঘণ্টা আগেসরকারি অর্থায়নে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ প্রকল্পের কাজ কোথাও শেষ, আবার কোথাও চলমান রয়েছে। এই প্রকল্পের অধীনে কেনা হবে ২০ পদের আসবাব। যেগুলোর মধ্যে রয়েছে কাঠের তৈরি জানালা, মুর্দা বহনের খাটিয়া, কোরআন শরিফ রাখার রেহাল, টেবিল ও চেয়ার। কাঁঠাল বা সেগুন কাঠের তৈরি এসব আসবাব সরবরাহের দরপত্রে অংশ...
৯ ঘণ্টা আগেজাহাজ কিনে গভীর সমুদ্র থেকে টুনা মাছ আহরণ করতে ২০২০ সালের জুনে পাইলট প্রকল্প নিয়েছিল মৎস্য অধিদপ্তর। একবার সময় বাড়ানোর পর আগামী জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র ৬ দশমিক ৮৫ শতাংশ। প্রকল্পের মেয়াদ আবার দুই বছর বাড়ানোর...
৯ ঘণ্টা আগে