কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ার সঙ্গে সম্পর্ক গাঢ় হচ্ছে বাংলাদেশের। এ সম্পর্ককে আরও দৃঢ় করতে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক (এফওসি) এবং দ্বিপক্ষীয় ভিসা অব্যাহতি নিয়ে দুটি সমঝোতা সই করতে একমত হয়েছে দুই দেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, চলতি মাসের শেষে আগামী ২৭ জানুয়ারি ঢাকা আসছেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ। ২০২১ সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে সার্বিয়া সফরে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তারই ফিরতি সফরে ঢাকা আসছেন তিনি। সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিতে নিয়মিত এফওসি বৈঠক এবং দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি নিয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। নাম না প্রকাশ করার শর্তে আজকের পত্রিকাকে তিনি বলেন, বৈঠকের সার্বিক বিষয় নিয়ে কাজ চলছে। দুটি সমঝোতা হবে—এটি নিশ্চিত। সম্পর্ক এগিয়ে নিতে আরও কয়েকটি বিষয়ে সমঝোতার জন্য বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সেখান থেকে উত্তর এলে বোঝা যাবে ঠিক কতগুলো সমঝোতা বা চুক্তি সই হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সার্বিয়ার সঙ্গে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ। গত অক্টোবরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সার্বিয়া সফরকালে এ বিষয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। প্রতিরক্ষা খাতে সমঝোতার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন।
এ ছাড়া সার্বিয়ার শ্রম বাজারে বাংলাদেশের জনশক্তি রপ্তানির সুযোগ খুঁজছে বাংলাদেশ। বিশেষ করে দেশটির অবকাঠামো খাতে বাংলাদেশের শ্রমিকের অবদান রাখার সুযোগ রয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য ও পর্যটন খাতে সম্পর্ক বাড়াতে চায় ঢাকা। জনশক্তি রপ্তানি খাতে সহযোগিতা বাড়াতে এরই মধ্যে বাংলাদেশকে চুক্তি করার জন্য বলেছে সার্বিয়া। এবারের বৈঠকে সার্বিয়ার কাছে রোহিঙ্গা ইস্যু সমাধানে সহযোগিতা খুঁজবে ঢাকা।
পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ার সঙ্গে সম্পর্ক গাঢ় হচ্ছে বাংলাদেশের। এ সম্পর্ককে আরও দৃঢ় করতে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক (এফওসি) এবং দ্বিপক্ষীয় ভিসা অব্যাহতি নিয়ে দুটি সমঝোতা সই করতে একমত হয়েছে দুই দেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, চলতি মাসের শেষে আগামী ২৭ জানুয়ারি ঢাকা আসছেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ। ২০২১ সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে সার্বিয়া সফরে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তারই ফিরতি সফরে ঢাকা আসছেন তিনি। সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিতে নিয়মিত এফওসি বৈঠক এবং দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি নিয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। নাম না প্রকাশ করার শর্তে আজকের পত্রিকাকে তিনি বলেন, বৈঠকের সার্বিক বিষয় নিয়ে কাজ চলছে। দুটি সমঝোতা হবে—এটি নিশ্চিত। সম্পর্ক এগিয়ে নিতে আরও কয়েকটি বিষয়ে সমঝোতার জন্য বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সেখান থেকে উত্তর এলে বোঝা যাবে ঠিক কতগুলো সমঝোতা বা চুক্তি সই হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সার্বিয়ার সঙ্গে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ। গত অক্টোবরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সার্বিয়া সফরকালে এ বিষয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। প্রতিরক্ষা খাতে সমঝোতার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন।
এ ছাড়া সার্বিয়ার শ্রম বাজারে বাংলাদেশের জনশক্তি রপ্তানির সুযোগ খুঁজছে বাংলাদেশ। বিশেষ করে দেশটির অবকাঠামো খাতে বাংলাদেশের শ্রমিকের অবদান রাখার সুযোগ রয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য ও পর্যটন খাতে সম্পর্ক বাড়াতে চায় ঢাকা। জনশক্তি রপ্তানি খাতে সহযোগিতা বাড়াতে এরই মধ্যে বাংলাদেশকে চুক্তি করার জন্য বলেছে সার্বিয়া। এবারের বৈঠকে সার্বিয়ার কাছে রোহিঙ্গা ইস্যু সমাধানে সহযোগিতা খুঁজবে ঢাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনে অংশ নিতে নয় সদস্যের ভারতীয় প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে। বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে দলটি সোমবার (২৫ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে তৈরি হওয়া সংকটে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ১২টি পশ্চিমা দেশ। ২০১৭ সালে বিপুলসংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্তিতে দেশগুলো এ বিবৃতি দেয়।
২ ঘণ্টা আগেশিশুর সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের মানসম্মত বিকাশ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। আজ সোমবার (২৫ আগস্ট) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০
২ ঘণ্টা আগেবীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ সোমবার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
২ ঘণ্টা আগে