নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে ৫ থেকে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় বিশ্বব্যাংক। উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকসহ অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ঠিক সময়ে তা শোধ করায় অনেক প্রতিষ্ঠানই এখন বাংলাদেশে বিনিয়োগ করতে চাইছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক (অবকাঠামোগত) গুয়াংজি চেনের ব্যাংকটির দক্ষিণ এশীয় বিভাগের প্রতিনিধিদল আজ মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
তাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে অন্যান্য ব্যাংকের সঙ্গে বিশ্বব্যাংকও অর্থায়ন করে থাকে। যেসব প্রকল্পের জন্য বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক ব্যাংকের কাছ থেকে টাকা আনি, সেটা কাজে লাগিয়ে যে রোজগার হয়, সে অনুযায়ী জাতীয় অর্থনীতির অবস্থার উন্নতির পরিপ্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গে তাদের পরিশোধ করে দিই। এ কারণে বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের অবস্থান অত্যন্ত সুদৃঢ়। আমরা এ পর্যন্ত কখনো ঋণখেলাপি হয়নি। কখনো কোনো ইন্সটলমেন্ট দিতে ব্যর্থ হয়নি। সব ইন্সটলমেন্ট নির্ধারিত সময়ে দিয়ে দিয়েছি। তাতে করে বিশ্বব্যাংকসহ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও অন্যান্য অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশের ব্যাপারে আগ্রহ বেশি আছে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অবস্থা, যোগাযোগব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটেছে। এতে বিশ্বব্যাংকেরও দৃষ্টি আকৃষ্ট হয়েছে, তারা বাংলাদেশকে অনেক বেশি টাকা দিতে চায়। একসময় পদ্মা সেতু প্রকল্পে টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আমরা চার বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করে পদ্মা ব্রিজ ও কানেকটিং সড়কগুলো করেছি। অন্যান্য জেলাকেও কানেকটিভিটির আওতায় আনা হয়েছে। স্বাভাবিকভাবে বিশ্বব্যাংকসহ সবার কাছে আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে।’
“আমাদের গ্রামীণ অবকাঠামোর উন্নতি, ব্রিজ, রাস্তাগুলোকে আরেকটু টেকসইভাবে নির্মাণ করার জন্য নতুন বেশ কয়েকটি প্রকল্প নেওয়া হচ্ছে। সেসব প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে। ‘আমার গ্রাম আমার শহর’ এটা একটি সমন্বিত দর্শন। সব কাজ আমরা করব না, একেক মন্ত্রণালয় একেকটি করবে। বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ অন্যান্য মার্কেট সৃষ্টি করার মতো অনেক প্রকল্প আমাদের দরকার। এসব প্রকল্প নিয়ে শহরের সুযোগ-সুবিধাগুলো গ্রামে পৌঁছে দেওয়া সম্ভব হবে।”
প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বব্যাংক বাংলাদেশর বেশ কিছু প্রকল্পে অর্থায়ন করেছে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা আরও কয়েকটি প্রকল্প নিতে চাই। এসব প্রকল্পে তারা (বিশ্ব ব্যাংক) ৪-৫ হাজার কোটি টাকা করে অর্থায়ন করতে চায়। আমরা যত টাকা চাই এবং সে অনুযায়ী যদি প্রকল্প বের করি, তাহলে তারা অর্থায়ন করতে রাজি আছে। আমরা যাচাই-বাছাই করছি এডিবি, বিশ্বব্যাংক নাকি জাইকা থেকে নেব; কোনটা আমাদের জন্য লাভজনক হবে তা বিবেচনা করে সেখান থেকে টাকা নেব।’
তাজুল ইসলাম বলেন, ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে যেসব যোগাযোগব্যবস্থার প্রয়োজন আছে, ব্রিজ-কালভার্ট করার প্রয়োজন আছে সেগুলোতে তারা (বিশ্ব ব্যাংক) সহযোগিতা করতে রাজি আছে। কোস্টাল এলাকায় সাইক্লোন হয়, সেসব এলাকার দুর্গত মানুষের পুনর্বাসনের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেগুলোতে তারা অর্থায়নে রাজি। আমাদের বেশ কিছু চলমান প্রকল্প আছে। যেহেতু সব মানুষের উন্নত জীবন প্রয়োজন, সে জন্য আমাদের বেশ কিছু নতুন প্রকল্প নিতে হবে। আমাদের অবস্থা মূল্যায়ন করে তারা আমাদের এখানে বিভিন্ন খাতে ৫ থেকে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে রাজি আছে।’
সরকারের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে ৫ থেকে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় বিশ্বব্যাংক। উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকসহ অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ঠিক সময়ে তা শোধ করায় অনেক প্রতিষ্ঠানই এখন বাংলাদেশে বিনিয়োগ করতে চাইছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক (অবকাঠামোগত) গুয়াংজি চেনের ব্যাংকটির দক্ষিণ এশীয় বিভাগের প্রতিনিধিদল আজ মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
তাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে অন্যান্য ব্যাংকের সঙ্গে বিশ্বব্যাংকও অর্থায়ন করে থাকে। যেসব প্রকল্পের জন্য বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক ব্যাংকের কাছ থেকে টাকা আনি, সেটা কাজে লাগিয়ে যে রোজগার হয়, সে অনুযায়ী জাতীয় অর্থনীতির অবস্থার উন্নতির পরিপ্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গে তাদের পরিশোধ করে দিই। এ কারণে বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের অবস্থান অত্যন্ত সুদৃঢ়। আমরা এ পর্যন্ত কখনো ঋণখেলাপি হয়নি। কখনো কোনো ইন্সটলমেন্ট দিতে ব্যর্থ হয়নি। সব ইন্সটলমেন্ট নির্ধারিত সময়ে দিয়ে দিয়েছি। তাতে করে বিশ্বব্যাংকসহ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও অন্যান্য অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশের ব্যাপারে আগ্রহ বেশি আছে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অবস্থা, যোগাযোগব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটেছে। এতে বিশ্বব্যাংকেরও দৃষ্টি আকৃষ্ট হয়েছে, তারা বাংলাদেশকে অনেক বেশি টাকা দিতে চায়। একসময় পদ্মা সেতু প্রকল্পে টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আমরা চার বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করে পদ্মা ব্রিজ ও কানেকটিং সড়কগুলো করেছি। অন্যান্য জেলাকেও কানেকটিভিটির আওতায় আনা হয়েছে। স্বাভাবিকভাবে বিশ্বব্যাংকসহ সবার কাছে আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে।’
“আমাদের গ্রামীণ অবকাঠামোর উন্নতি, ব্রিজ, রাস্তাগুলোকে আরেকটু টেকসইভাবে নির্মাণ করার জন্য নতুন বেশ কয়েকটি প্রকল্প নেওয়া হচ্ছে। সেসব প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে। ‘আমার গ্রাম আমার শহর’ এটা একটি সমন্বিত দর্শন। সব কাজ আমরা করব না, একেক মন্ত্রণালয় একেকটি করবে। বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ অন্যান্য মার্কেট সৃষ্টি করার মতো অনেক প্রকল্প আমাদের দরকার। এসব প্রকল্প নিয়ে শহরের সুযোগ-সুবিধাগুলো গ্রামে পৌঁছে দেওয়া সম্ভব হবে।”
প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বব্যাংক বাংলাদেশর বেশ কিছু প্রকল্পে অর্থায়ন করেছে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা আরও কয়েকটি প্রকল্প নিতে চাই। এসব প্রকল্পে তারা (বিশ্ব ব্যাংক) ৪-৫ হাজার কোটি টাকা করে অর্থায়ন করতে চায়। আমরা যত টাকা চাই এবং সে অনুযায়ী যদি প্রকল্প বের করি, তাহলে তারা অর্থায়ন করতে রাজি আছে। আমরা যাচাই-বাছাই করছি এডিবি, বিশ্বব্যাংক নাকি জাইকা থেকে নেব; কোনটা আমাদের জন্য লাভজনক হবে তা বিবেচনা করে সেখান থেকে টাকা নেব।’
তাজুল ইসলাম বলেন, ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে যেসব যোগাযোগব্যবস্থার প্রয়োজন আছে, ব্রিজ-কালভার্ট করার প্রয়োজন আছে সেগুলোতে তারা (বিশ্ব ব্যাংক) সহযোগিতা করতে রাজি আছে। কোস্টাল এলাকায় সাইক্লোন হয়, সেসব এলাকার দুর্গত মানুষের পুনর্বাসনের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেগুলোতে তারা অর্থায়নে রাজি। আমাদের বেশ কিছু চলমান প্রকল্প আছে। যেহেতু সব মানুষের উন্নত জীবন প্রয়োজন, সে জন্য আমাদের বেশ কিছু নতুন প্রকল্প নিতে হবে। আমাদের অবস্থা মূল্যায়ন করে তারা আমাদের এখানে বিভিন্ন খাতে ৫ থেকে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে রাজি আছে।’
দেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
২ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
২ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৩ ঘণ্টা আগেসরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়া সহজ করতে ১০-১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেওয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ
৩ ঘণ্টা আগে