Ajker Patrika

যুগ্ম-সচিব হলেন ২১৩ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুগ্ম-সচিব হলেন ২১৩ কর্মকর্তা

স্থায়ী পদ না থাকলেও জনপ্রশাসনের উপসচিব ও সমপর্যায়ের ২১৩ জন কর্মকর্তাকে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় শুক্রবার এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। 

রেওয়াজ অনুযায়ী যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পাওয়া ২০৩ জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আর যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়া বিভিন্ন দূতাবাসে কর্মরত ১০ কর্মকর্তাকে তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। জনপ্রশাসনে যুগ্ম-সচিবের ৪১১টি স্থায়ী পদ রয়েছে। নতুন করে পদোন্নতিপ্রাপ্তদের নিয়ে এখন যুগ্ম-সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জন। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বিসিএস ২০ তম ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতিতে প্রাধান্য দেওয়া হয়েছে। এর আগের কয়েকটি ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতির জন্য বিবেচনা করা হয়েছিল। যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতির জন্য ছয় শতাধিক কর্মকর্তার তথ্য-উপাত্ত যাচাইবাছাই করা হয়, সেখান থেকে ২১৩ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। ফলে এই দফায় যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতির যোগ্য বেশির ভাগ কর্মকর্তা বাদ পড়েছেন। 

‘সরকারের উপ-সচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা’ অনুযায়ী যুগ্ম-সচিব হিসেবে প্রশাসন ক্যাডারের ৭০ শতাংশ ও অন্য ক্যাডারের ৩০ শতাংশ কর্মকর্তা পদোন্নতি পান। উপসচিব হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা বা উপসচিব হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতাসহ ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে তাদের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতির জন্য বিবেচনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত