নিজস্ব প্রতিবেদক, সিলেট
মিয়ানমার থেকে বাংলাদেশে পড়া গোলা জঙ্গল এলাকায় পড়েছে এবং সেগুলো বিস্ফোরিত হয়নি। এটিকে ‘গুড নিউজ’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে চা-শ্রমিকদের ভার্চুয়াল মতবিনিময় সভা উপলক্ষে সিলেটের লাক্কাতুরা বাগানে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের আবারও সংঘাত হচ্ছে, তারা আর্মস ব্যবহার করছে। সেগুলো অনেক সময় সীমান্ত এলাকায় চলে যায়। আমরা অসমর্থিত তথ্যে শুনেছি, সেখানে মিয়ানমার সোলজার একটি প্রচারণা চালিয়েছে যে, ওই এলাকার লোকদের সরে যেতে বলা হয়েছে। যার ফলে আমাদের ভয় হয়। ভয় হয় এ জন্যে সেখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। অত্যাচারিত লোকজনকে ওই এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। অত্যাচারিতরা হয়তো আমাদের দেশের দিকে আসতে শুরু করবে। তবে শুনে আশ্বস্ত হয়েছি, তারা আমাদের দিকে আসছে না, অন্যদিকে যাচ্ছে। তবুও আমরা আমাদের বর্ডারে সতর্কতামূলক অবস্থা গ্রহণ করেছি। আমরা আর একটাও মিয়ানমারের নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেব না। মিয়ানমারের লোক আমাদের দেশে আসতে না পারে সে জন্য বিজিবিসহ সকল ল এনফোর্সমেন্ট এজেন্সিকে সতর্ক করা হয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আরও বলেন, ‘তাদের যে বোম্ব আমাদের এখানে আসছে। গতকাল পর্যন্ত যে উড়োজাহাজ ঘুরেছে, তথ্যমতে, আমাদের এলাকায় এরা ঢোকে নাই। দেখা গেছে, তবে আমাদের বর্ডার লাইনের এরা জানিয়েছেন, প্রবেশ করেনি। তারপরও আমরা সঙ্গে সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টি বলেছি।’
বাংলাদেশ সীমান্তের ভেতরে ফের এসে পড়েছে মিয়ানমারের গোলা। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটাল মিয়ানমার। দ্বিতীয় দফায় আজ শনিবার মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়ার প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে যে, তিনি তাঁর সরকারের সঙ্গে এ নিয়ে আলাপ করবেন এবং এমন দুর্ঘটনা আগামীতে যাতে না ঘটে বিষয়টি তাঁরা দেখবেন। যেগুলো আসছে সেগুলোয় জঙ্গল এলাকায় এবং বিস্ফোরিত হয়নি। এটা গুড নিউজ।’
মিয়ানমার থেকে বাংলাদেশে পড়া গোলা জঙ্গল এলাকায় পড়েছে এবং সেগুলো বিস্ফোরিত হয়নি। এটিকে ‘গুড নিউজ’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে চা-শ্রমিকদের ভার্চুয়াল মতবিনিময় সভা উপলক্ষে সিলেটের লাক্কাতুরা বাগানে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের আবারও সংঘাত হচ্ছে, তারা আর্মস ব্যবহার করছে। সেগুলো অনেক সময় সীমান্ত এলাকায় চলে যায়। আমরা অসমর্থিত তথ্যে শুনেছি, সেখানে মিয়ানমার সোলজার একটি প্রচারণা চালিয়েছে যে, ওই এলাকার লোকদের সরে যেতে বলা হয়েছে। যার ফলে আমাদের ভয় হয়। ভয় হয় এ জন্যে সেখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। অত্যাচারিত লোকজনকে ওই এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। অত্যাচারিতরা হয়তো আমাদের দেশের দিকে আসতে শুরু করবে। তবে শুনে আশ্বস্ত হয়েছি, তারা আমাদের দিকে আসছে না, অন্যদিকে যাচ্ছে। তবুও আমরা আমাদের বর্ডারে সতর্কতামূলক অবস্থা গ্রহণ করেছি। আমরা আর একটাও মিয়ানমারের নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেব না। মিয়ানমারের লোক আমাদের দেশে আসতে না পারে সে জন্য বিজিবিসহ সকল ল এনফোর্সমেন্ট এজেন্সিকে সতর্ক করা হয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আরও বলেন, ‘তাদের যে বোম্ব আমাদের এখানে আসছে। গতকাল পর্যন্ত যে উড়োজাহাজ ঘুরেছে, তথ্যমতে, আমাদের এলাকায় এরা ঢোকে নাই। দেখা গেছে, তবে আমাদের বর্ডার লাইনের এরা জানিয়েছেন, প্রবেশ করেনি। তারপরও আমরা সঙ্গে সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টি বলেছি।’
বাংলাদেশ সীমান্তের ভেতরে ফের এসে পড়েছে মিয়ানমারের গোলা। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটাল মিয়ানমার। দ্বিতীয় দফায় আজ শনিবার মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়ার প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে যে, তিনি তাঁর সরকারের সঙ্গে এ নিয়ে আলাপ করবেন এবং এমন দুর্ঘটনা আগামীতে যাতে না ঘটে বিষয়টি তাঁরা দেখবেন। যেগুলো আসছে সেগুলোয় জঙ্গল এলাকায় এবং বিস্ফোরিত হয়নি। এটা গুড নিউজ।’
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কাছে তিনি এই অভিযোগ করেন।
২১ মিনিট আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, আলী রীয়াজ ও মাইকেল মিলারের বৈঠকে কমিশনের কর্মকাণ্ড, লক্ষ্য এবং অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলী রীয়াজ কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে জানান।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ২৬টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। এর মধ্যে ৮টি হত্যা মামলা এবং ১৮টি অন্যান্য ধারায় দায়ের করা মামলা। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
২ ঘণ্টা আগেসরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেনাবাহিনীর ভেরিফাইড পেইজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগে