সিলেট প্রতিনিধি
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘বিশ্বে যত প্রবাসী আছেন সবাই এনআইডি কার্ড পাবেন এজন্য তাদেরকে দেশে আসতে হবে না। বিদেশে থেকেই তাঁরা এনআইডি কার্ড পাবেন।’
আজ বৃহস্পতিবার গ্র্যান্ড সিলেট হোটেলে এ অনুষ্ঠিত সিলেট বিভাগের সর্বোচ্চ ও দীর্ঘসময় কর প্রদানকারী করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রবাসীরা জমি জামা নিয়ে বিভিন্ন সময় সমস্যায় পড়েন এজন্য র্যাপিড ট্রাইব্যুনাল করার প্রস্তাব দিয়েছিলাম, তা এখনো পাস হয়নি। পাস হলে অনেক সমস্যা সহজেই সমাধান হবে। প্রবাসীদের জন্য ভিন্ন সুবিধার কথা চিন্তা করে গত ২৭ ডিসেম্বর মন্ত্রিসভায় প্রবাসী দিবস পালন করার অনুমোদন করা হয়। প্রতিবছর ৩০ ডিসেম্বর এ দিবস পালন করা হবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুনিয়ার সব দেশে ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা আছে কিন্তু সব দেশই ট্যাক্স আহরণের ক্ষেত্রে নতুন নতুন পলিসি গ্রহণ করে। আমাদেরকেও সেদিকে খেয়াল করতে হবে। আমাদের দেশের সবাইকে সোশ্যাল সিকিউরাটির আন্ডারে আনতে হবে। সেজন্য আমাদের দেশের সকল নাগরিক যারা আইডি কার্ড পাবেন তাঁদের সবাইকে ট্যাক্সের আওতায় আনতে হবে।’
সিলেট কর অঞ্চলের কমিশনার মো. আবুল কালাম আজাদ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সিনিয়র সহসভাপতি।
জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে করদাতাদের সুদৃশ্য ক্রেস্ট, সনদ, গিফট বক্স ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সিলেট বিভাগের চার জেলা ও সিসিকের ৩৫ ব্যক্তিকে সেরা করদাতা সম্মাননা দেওয়া হয়। সিটি করপোরেশন পর্যায়ে সিলেট সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা থেকে মোট ১০ জন দীর্ঘমেয়াদি সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৫ জন সর্বোচ্চ ৫ জন নারী, ৫ জন তরুণ পুরুষ করদাতা নির্বাচিত হয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘বিশ্বে যত প্রবাসী আছেন সবাই এনআইডি কার্ড পাবেন এজন্য তাদেরকে দেশে আসতে হবে না। বিদেশে থেকেই তাঁরা এনআইডি কার্ড পাবেন।’
আজ বৃহস্পতিবার গ্র্যান্ড সিলেট হোটেলে এ অনুষ্ঠিত সিলেট বিভাগের সর্বোচ্চ ও দীর্ঘসময় কর প্রদানকারী করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রবাসীরা জমি জামা নিয়ে বিভিন্ন সময় সমস্যায় পড়েন এজন্য র্যাপিড ট্রাইব্যুনাল করার প্রস্তাব দিয়েছিলাম, তা এখনো পাস হয়নি। পাস হলে অনেক সমস্যা সহজেই সমাধান হবে। প্রবাসীদের জন্য ভিন্ন সুবিধার কথা চিন্তা করে গত ২৭ ডিসেম্বর মন্ত্রিসভায় প্রবাসী দিবস পালন করার অনুমোদন করা হয়। প্রতিবছর ৩০ ডিসেম্বর এ দিবস পালন করা হবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুনিয়ার সব দেশে ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা আছে কিন্তু সব দেশই ট্যাক্স আহরণের ক্ষেত্রে নতুন নতুন পলিসি গ্রহণ করে। আমাদেরকেও সেদিকে খেয়াল করতে হবে। আমাদের দেশের সবাইকে সোশ্যাল সিকিউরাটির আন্ডারে আনতে হবে। সেজন্য আমাদের দেশের সকল নাগরিক যারা আইডি কার্ড পাবেন তাঁদের সবাইকে ট্যাক্সের আওতায় আনতে হবে।’
সিলেট কর অঞ্চলের কমিশনার মো. আবুল কালাম আজাদ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সিনিয়র সহসভাপতি।
জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে করদাতাদের সুদৃশ্য ক্রেস্ট, সনদ, গিফট বক্স ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সিলেট বিভাগের চার জেলা ও সিসিকের ৩৫ ব্যক্তিকে সেরা করদাতা সম্মাননা দেওয়া হয়। সিটি করপোরেশন পর্যায়ে সিলেট সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা থেকে মোট ১০ জন দীর্ঘমেয়াদি সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৫ জন সর্বোচ্চ ৫ জন নারী, ৫ জন তরুণ পুরুষ করদাতা নির্বাচিত হয়েছেন।
শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস ও পণ্যবাহী যানবাহনের জন্য সরকার কোনো ভাড়া নির্ধারণ করেনি। এসব যানের ভাড়া ঠিক করছেন পরিবহনের মালিকেরা। দূরপাল্লার এসি বাসে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও একই অভিযোগ। এ অবস্থায় এসি বাস ও পণ্যবাহী যানের ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে...
২ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে জাতীয় সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথা আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মতামত গ্রহণ এবং কিছু শব্দ ও ভাষাগত সংযোজন-বিয়োজন শেষে দু-এক দিনের মধ্যে সনদের চূড়ান্ত...
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের ১৪ জন উপদেষ্টা ও বিশেষ সহকারীর সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন একলাফে ৩১ হাজার টাকার বেশি বেড়েছে। এটিকে আর্থিক অনিয়ম হিসেবেই দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা।
৩ ঘণ্টা আগেভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখনো বাড়ছে বিভিন্ন নদ-নদীর পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ভাঙন দেখা দিয়েছে নদীতীরে। ইতিমধ্যে বেশ কিছু স্থাপনা বিলীন হয়ে গেছে। পানিতে তলিয়ে আছে খেতের ফসল। কোমরপানি বসতঘরেও। মাচা পেতে চলছে রান্নার কাজ...
৪ ঘণ্টা আগে