আজকের পত্রিকা ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত বৃহস্পতিবার এক চিঠিতে তিনি এই অভিনন্দন জানান।
অভিনন্দনপত্রে জাতিসংঘ মহাসচিব লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই।’
আন্তোনিও গুতেরেস আরও লিখেছেন, ‘শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদান, রোহিঙ্গাদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের চেষ্টাসহ জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব গভীরভাবে মূল্যায়ন করে। গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের প্রশংসা করি আমি এবং বিশ্বাস করি, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তাসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমাদের যে লক্ষ্য, তা পূরণে আপনার সমর্থন অব্যাহত থাকবে।’
জাতিসংঘ মহাসচিব লিখেছেন, ‘বাংলাদেশে জাতিসংঘ সংস্থাগুলোর মাধ্যমে এই দেশের জনগণের কল্যাণে আপনার সরকারের সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’
আরও আট দেশের অভিনন্দন
বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, লুক্সেমবার্গ, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রাজিল অভিনন্দন জানিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাঁর অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীকে লিখেছেন, ‘আমি আত্মবিশ্বাসী যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে আমাদের দুটি দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আপনার নতুন মেয়াদে আরও গভীর ও সুদৃঢ় হবে।’
শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আপনি এক দশকেরও বেশি সময় ধরে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে দেশকে অসাধারণভাবে পরিচালনা করেছেন এবং বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের নজির হিসেবে আবির্ভূত হয়েছে।’
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি লিখেছেন, মিসর এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার ইতিহাস দীর্ঘ। তিনি আত্মবিশ্বাসী, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা আশাবাদ ব্যক্ত করেছেন, বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ দুই দেশ সম্পর্ককে আরও জোরদার করতে একসঙ্গে কাজ করে যাবে।
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেন লুং, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী, সহযোগিতা ও মানবিক কর্মসূচিবিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেলও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত বৃহস্পতিবার এক চিঠিতে তিনি এই অভিনন্দন জানান।
অভিনন্দনপত্রে জাতিসংঘ মহাসচিব লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই।’
আন্তোনিও গুতেরেস আরও লিখেছেন, ‘শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদান, রোহিঙ্গাদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের চেষ্টাসহ জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব গভীরভাবে মূল্যায়ন করে। গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের প্রশংসা করি আমি এবং বিশ্বাস করি, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তাসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমাদের যে লক্ষ্য, তা পূরণে আপনার সমর্থন অব্যাহত থাকবে।’
জাতিসংঘ মহাসচিব লিখেছেন, ‘বাংলাদেশে জাতিসংঘ সংস্থাগুলোর মাধ্যমে এই দেশের জনগণের কল্যাণে আপনার সরকারের সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’
আরও আট দেশের অভিনন্দন
বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, লুক্সেমবার্গ, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রাজিল অভিনন্দন জানিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাঁর অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীকে লিখেছেন, ‘আমি আত্মবিশ্বাসী যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে আমাদের দুটি দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আপনার নতুন মেয়াদে আরও গভীর ও সুদৃঢ় হবে।’
শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আপনি এক দশকেরও বেশি সময় ধরে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে দেশকে অসাধারণভাবে পরিচালনা করেছেন এবং বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের নজির হিসেবে আবির্ভূত হয়েছে।’
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি লিখেছেন, মিসর এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার ইতিহাস দীর্ঘ। তিনি আত্মবিশ্বাসী, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা আশাবাদ ব্যক্ত করেছেন, বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ দুই দেশ সম্পর্ককে আরও জোরদার করতে একসঙ্গে কাজ করে যাবে।
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেন লুং, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী, সহযোগিতা ও মানবিক কর্মসূচিবিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেলও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
৭ ঘণ্টা আগেশীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস ও পণ্যবাহী যানবাহনের জন্য সরকার কোনো ভাড়া নির্ধারণ করেনি। এসব যানের ভাড়া ঠিক করছেন পরিবহনের মালিকেরা। দূরপাল্লার এসি বাসে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও একই অভিযোগ। এ অবস্থায় এসি বাস ও পণ্যবাহী যানের ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে...
১৩ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে জাতীয় সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথা আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মতামত গ্রহণ এবং কিছু শব্দ ও ভাষাগত সংযোজন-বিয়োজন শেষে দু-এক দিনের মধ্যে সনদের চূড়ান্ত...
১৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের ১৪ জন উপদেষ্টা ও বিশেষ সহকারীর সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন একলাফে ৩১ হাজার টাকার বেশি বেড়েছে। এটিকে আর্থিক অনিয়ম হিসেবেই দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা।
১৫ ঘণ্টা আগে