Ajker Patrika

ঈদে কর্মস্থলেই থাকছেন স্বাস্থ্যকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদে কর্মস্থলেই থাকছেন স্বাস্থ্যকর্মীরা

চলমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় আসন্ন ঈদুল আজহার ছুটিতেও দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং কর্মকর্তা–কর্মচারীরা।

সোমবার অধিদপ্তরের মহাপরিচালকের উদ্ধৃতি দিয়ে পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটিকালীন নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

ছুটির সময়ে কোভিড রোগীদের স্বাস্থ্য সেবা অব্যাহত রাখতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এদিকে ঈদুল আজহা উপলক্ষে চার দিনের জন্য বন্ধ থাকবে করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রম।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০ জুলাই (আজ) থেকে আগামী ২২ জুলাই পর্যন্ত ঈদের ছুটি থাকবে। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সেদিনও টিকাদান বন্ধ থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত