Ajker Patrika

শিব নারায়ণের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিব নারায়ণের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় পতাকার নকশা প্রণয়নকারী বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। এ ছাড়া রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন সংগঠন শোক বিবৃতি দিয়েছে। 

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে এই শোক প্রকাশ করা হয়। 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী প্রয়াত শিব নারায়ণ দাশের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। 

শোক বার্তায় মন্ত্রী বলেন, বাংলাদেশের মানচিত্র সংবলিত পতাকা দিয়েই শুরু হয়েছিল স্বাধীনতার সংগ্রাম, যার নকশাকার ছিলেন শিব নারায়ণ দাশ। তিনি তাঁর কর্মের মধ্য দিয়ে দেশবাসীর হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।। তাঁর মৃত্যুতে জাতি একজন আদর্শবান দেশ প্রেমিককে হারাল। 

এ ছাড়া একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ তিনটি সংগঠন শিব নারায়ণের মৃত্যুতে শোক জানায়। 

ঘাতক দালাল নির্মূল কমিটির শোকবার্তায় বলা হয়, ‘শিব নারায়ণ দাশের মৃত্যুতে মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বের এক বর্ণাঢ্য অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবার পাশাপাশি আমরা তাঁর পরিবারের শোকসন্তপ্ত সকল সদস্য ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।’ 
 

সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিবৃতি বলেন, শিব নারায়ণ দাশের মৃত্যুতে জাতি আজ একজন দেশপ্রেমিক সূর্য সন্তানকে হারাল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 

অপর এক শোকবার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, শিব নারায়ণ দাশের মৃত্যুতে মহান স্বাধীনতা সংগ্রামের এক অনন্য সেনানীর প্রয়াণ ঘটল। 

শিব নারায়ণ দাশ আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর এবং তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত