Ajker Patrika

১২ ঘণ্টা চলবে নৌযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুন ২০২২, ১৮: ১২
১২ ঘণ্টা চলবে নৌযান

চলমান বর্ষা মৌসুমে পদ্মা নদীতে উজান থেকে নেমে আসা পানির চাপ বৃদ্ধির কারণে শিমুলিয়া, বাংলাবাজার ও মাঝিকান্দি এলাকায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে এই নৌপথে নৌযান সকাল সাড়ে ৬ থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলাচল করতে পারবে। 

আজ সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসির) নৌ–নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

নৌযান চলাচল সম্পর্কিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো যাত্রীবাহী নৌযান সন্ধ্যা সাড়ে ৬টার পর সংশ্লিষ্ট ঘাট ত্যাগ করতে পারবে না। নৌযান পরিচালনাকারী মালিক, নৌযানের নাবিক/শ্রমিকসহ সংশ্লিষ্টদের জন্য এই তথ্য জানানো হয়েছে। এ রুটে তীব্র স্রোতের কারণে নৌ দুর্ঘটনা এড়াতে ও জানমালের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এদিকে, মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার রুটে চলাচল করা ফেরি চার বার পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। গত ২০ জুলাই প্রথম সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগেছিল রো রো ফেরি শাহ মখদুমের। দ্বিতীয়বার ২৩ জুলাই রো রো ফেরি শাহজালাল ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয়। ৯ আগস্ট সন্ধ্যায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় আর সর্বশেষ গত শুক্রবার (১৩ আগস্ট) ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলী।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত