নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম কর্মদিবসে নিজেদের অনুভূতি ও মন্ত্রণালয় নিয়ে কথা বলতে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা গণমাধ্যমকে ডেকে কথা বলেছেন। তবে ব্যতিক্রম প্রথমবারের মতো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
আজ রোববার দুপুর ১২টা ১০ মিনিটে রেল ভবনে আসেন জিল্লুল হাকিম। এ সময় সাংবাদিকেরা তাঁর কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো কথা বলেননি তিনি। সাংবাদিকদের এড়িয়ে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা আর শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন।
পরবর্তীকালে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান সাংবাদিকদের সভাকক্ষে বসতে বললেও দীর্ঘ সময় পরেও মন্ত্রী আর সাংবাদিকদের সঙ্গে দেখা করেননি। সিরাজ-উদ-দৌলা খান বলেন, ‘মন্ত্রী মহোদয় বরণ অনুষ্ঠানে আছেন। অফিস করছেন না।’
এদিকে, এ বিষয়ে রেলমন্ত্রী জিল্লুল হাকিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শাকের জামানের মোবাইলে কল দিয়ে সাংবাদিকদের অপেক্ষা করার কথা জানালে তিনিও উত্তেজিত হয়ে জানান তাঁরা মিটিংয়ে আছেন।
পরে সাংবাদিকেরা রেল ভবন ত্যাগ করলে বেলা ১টা ৪০ মিনিটে তথ্য কর্মকর্তা জানান, তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন। এর আগে শনিবার সিরাজ-উদ-দৌলা খান রোববার বেলা ১১টায় মন্ত্রী কথা বলবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন।
এদিকে, রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মন্ত্রী বলেন, ‘নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যমে রেলে আগুন দিয়ে প্রাণহানির ঘটনা ঘটছে, সামনে আমাদের বড় চ্যালেঞ্জ হলো রেলের নিরাপত্তা জোরদার করে এসব ঘটনা দূর করে রেলকে নিরাপদ পরিবহনে পরিণত করা।’
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান জিল্লুল হাকিম। জিল্লুল হাকিম রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি। মোট ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রথম কর্মদিবসে নিজেদের অনুভূতি ও মন্ত্রণালয় নিয়ে কথা বলতে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা গণমাধ্যমকে ডেকে কথা বলেছেন। তবে ব্যতিক্রম প্রথমবারের মতো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
আজ রোববার দুপুর ১২টা ১০ মিনিটে রেল ভবনে আসেন জিল্লুল হাকিম। এ সময় সাংবাদিকেরা তাঁর কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো কথা বলেননি তিনি। সাংবাদিকদের এড়িয়ে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা আর শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন।
পরবর্তীকালে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান সাংবাদিকদের সভাকক্ষে বসতে বললেও দীর্ঘ সময় পরেও মন্ত্রী আর সাংবাদিকদের সঙ্গে দেখা করেননি। সিরাজ-উদ-দৌলা খান বলেন, ‘মন্ত্রী মহোদয় বরণ অনুষ্ঠানে আছেন। অফিস করছেন না।’
এদিকে, এ বিষয়ে রেলমন্ত্রী জিল্লুল হাকিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শাকের জামানের মোবাইলে কল দিয়ে সাংবাদিকদের অপেক্ষা করার কথা জানালে তিনিও উত্তেজিত হয়ে জানান তাঁরা মিটিংয়ে আছেন।
পরে সাংবাদিকেরা রেল ভবন ত্যাগ করলে বেলা ১টা ৪০ মিনিটে তথ্য কর্মকর্তা জানান, তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন। এর আগে শনিবার সিরাজ-উদ-দৌলা খান রোববার বেলা ১১টায় মন্ত্রী কথা বলবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন।
এদিকে, রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মন্ত্রী বলেন, ‘নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যমে রেলে আগুন দিয়ে প্রাণহানির ঘটনা ঘটছে, সামনে আমাদের বড় চ্যালেঞ্জ হলো রেলের নিরাপত্তা জোরদার করে এসব ঘটনা দূর করে রেলকে নিরাপদ পরিবহনে পরিণত করা।’
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান জিল্লুল হাকিম। জিল্লুল হাকিম রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি। মোট ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
ফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
২ ঘণ্টা আগেনিরপরাধ একজন যুবকের মূল্যবান জীবন ও অন্যদের নির্যাতন থেকে সুরক্ষায় পুলিশ বিভাগ নৈতিকভাবে দায় এড়াতে পারে না। যেখানে জনিসহ চারজনকে অমানবিক নির্যাতন করা হয়। পুলিশ বিভাগ বা সরকার ভুক্তভোগীর পরিবারের পুনর্বাসনের জন্য এগিয়ে আসতে পারে। জনি হত্যা মামলায় আসামিদের করা আপিল নিষ্পত্তি করে রায়ে এসব পর্যবেক্ষণ
৩ ঘণ্টা আগেগাজীপুরের বেলাই বিলে ভরাট কার্যক্রমের ওপর ৩ মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও গাজীপুর কার্যালয়ের উপপরিচালক, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া এবং কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আরএস জরিপ অনুযায়ী...
৩ ঘণ্টা আগেগত জুলাই মাসে সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ১৭৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালান পণ্য, মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
৪ ঘণ্টা আগে