Ajker Patrika

ডেঙ্গু রোগী ১৭ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯: ৫২
ডেঙ্গু রোগী ১৭ হাজার ছাড়াল

ডেঙ্গুর দাপট এখনো কমছে না। চলতি মাসের শেষ সপ্তাহেও দুই শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হচ্ছেন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ১৭ হাজারের ওপরে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট রোগী ভর্তি হয়েছেন ২২১ জন। এদের মধ্যে ঢাকায় ১৬৪ জন এবং বাইরে ৫৭ জন।

হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শনিবার ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট রোগী ভর্তি হয়েছে ১৭ হাজার ১১৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৯৫৭ জন। এ বছর মৃত্যু হয়েছে ৫৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে ভয়াবহ। ওই বছর আগস্টে সর্বোচ্চ ৫২ হাজার ৬৩৬ জন রোগী শনাক্ত ও ভর্তি হন। গত বছর আগস্টে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন মাত্র ৬০ জন। আর চলতি বছর আগস্টে ৭ হাজার ৬৯৮ জন রোগী ভর্তি হন। আগেরদিন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন ১৮৯ জন। এদের মধ্যে ঢাকায় ১৬৪ জন এবং বাইরে ছিল ২৫ জন।

চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ৬ হাজার ৭৫৯ জন। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ১ হাজার ৯৯ জন এবং ঢাকার ৪১টি সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৮৮০ জন। বাইরে ভর্তি আছে ২১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, ঢাকা শিশু হাসপাতালে ১০ জন, মুগদা জেনারেল হাসপাতালে তিনজন, সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ ১১ জনসহ মোট ৫৫। এই ৫৫ জন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার ৬টি ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করে কিন্তু চিকিৎসার চারটি ছিল চিকিৎসার। শেষ পর্যন্ত কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল টি রোগী ভর্তি শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইস্পাহানে বাংকার বাস্টার মারেনি যুক্তরাষ্ট্র, অক্ষত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

বাবুই পাখির কান্না কেউ শুনল না, কেটে ফেলা হলো তালগাছটি

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: নান্দাইলে সাবেক এমপি-মন্ত্রীকন্যার বিরুদ্ধে মামলা

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত