নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাঠপর্যায়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির শোকজ নোটিশ পেয়ে ঢাকার নির্বাচন ভবনে এসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করে গেলেন বিএনপি থেকে বহিস্কৃত সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমানে ঝালকাঠি- ১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ শাহজাহান ওমর।
আজ মঙ্গলবার বেলা আড়াইটায় তিনি কমিশন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। কেন নির্বাচন ভবনে এসেছেন এই বিষয়ে প্রশ্ন করলে ওমর সাংবাদিকদের বলেন, ‘ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলব? আমি কেন এসেছি এই বিষয়ে আপনাদের জবাবদিহি করতে হবে? আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি।’
সাংবাদিকেরা ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে রেগে যান তিনি। ছবি তোলা ও প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শাহজাহান ওমর।
ইসিতে কেন এসেছেন এই বিষয়ে প্রশ্নের জবাবে ওমর বলেন, পেপারে দেখে নিয়েন।
আপনি আইন ভঙ্গ করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, ‘আপনি আইন জানেন? কে বলল আইন ভেঙেছি।’
গতকাল তাঁকে শোকজ করে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি। শোকজে লেখা হয়, আপনি ৪ ডিসেম্বর বেলা ১১টার দিকে আপনার নির্বাচনী এলাকা ঝালকাঠি-১-এর অন্তর্গত কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেন এবং বক্তব্য দেন। সে সময় আপনার পাশে বন্দুক হাতে একজনকে বসে থাকতে দেখা যায়, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল।
এ জন্য আপনার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হবে না। ৬ ডিসেম্বরের মধ্যে নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।
ইসি কর্মকর্তারা বলেন, ‘ওনার ইসিতে আসার কোনো যুক্তি দেখি না। কারণ শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। জবাবও ওই কমিটির কাছেই দিতে হবে। এখানে সিইসির কিছু করার নেই।’
মাঠপর্যায়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির শোকজ নোটিশ পেয়ে ঢাকার নির্বাচন ভবনে এসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করে গেলেন বিএনপি থেকে বহিস্কৃত সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমানে ঝালকাঠি- ১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ শাহজাহান ওমর।
আজ মঙ্গলবার বেলা আড়াইটায় তিনি কমিশন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। কেন নির্বাচন ভবনে এসেছেন এই বিষয়ে প্রশ্ন করলে ওমর সাংবাদিকদের বলেন, ‘ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলব? আমি কেন এসেছি এই বিষয়ে আপনাদের জবাবদিহি করতে হবে? আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি।’
সাংবাদিকেরা ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে রেগে যান তিনি। ছবি তোলা ও প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শাহজাহান ওমর।
ইসিতে কেন এসেছেন এই বিষয়ে প্রশ্নের জবাবে ওমর বলেন, পেপারে দেখে নিয়েন।
আপনি আইন ভঙ্গ করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, ‘আপনি আইন জানেন? কে বলল আইন ভেঙেছি।’
গতকাল তাঁকে শোকজ করে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি। শোকজে লেখা হয়, আপনি ৪ ডিসেম্বর বেলা ১১টার দিকে আপনার নির্বাচনী এলাকা ঝালকাঠি-১-এর অন্তর্গত কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেন এবং বক্তব্য দেন। সে সময় আপনার পাশে বন্দুক হাতে একজনকে বসে থাকতে দেখা যায়, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল।
এ জন্য আপনার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হবে না। ৬ ডিসেম্বরের মধ্যে নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।
ইসি কর্মকর্তারা বলেন, ‘ওনার ইসিতে আসার কোনো যুক্তি দেখি না। কারণ শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। জবাবও ওই কমিটির কাছেই দিতে হবে। এখানে সিইসির কিছু করার নেই।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
৯ মিনিট আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
৩ ঘণ্টা আগেএকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার নারী নির্যাতন-সংক্রান্ত একটি অভিযোগ প্রচার হয়েছে। তবে বিষয়টি প্রচারিত হওয়ার আগেই সেনাবাহিনী জানতে পেরে গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম
৪ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
১০ ঘণ্টা আগে