Ajker Patrika

স্বাস্থ্যবিধি না মানাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৫: ২৩
স্বাস্থ্যবিধি না মানাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

করোনার লাগাম টানতে জারি করা ১১ দফা বিধিনিষেধের নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে সরকার। কেউ স্বাস্থ্যবিধি না মানলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে চলমান করোনা পরিস্থিতি মোকাবিলারও পরামর্শ দিয়েছেন তিনি। 

আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে সরকারের ১১ দফা বিধিনিষেধ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। বিয়েশাদি, সামাজিক অনুষ্ঠান কিংবা জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠান যাতে না হয়, সে জন্য ডিসিদের (জেলা প্রশাসক) বলা হয়েছে। 

মন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে যারা আসছে তাদের কোয়ারেন্টিন যেন যথাযথভাবে প্রতিপালিত হয় সেদিকে নজর রাখতে হবে। কোয়ারেন্টিন থেকে কেউ যাতে পালিয়ে না যায়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ 

জাহিদ মালেক বলেন, ‘দেশে দুই ডোজ মিলে এখন পর্যন্ত ১৫ কোটি টিকা দেওয়া হয়েছে, আরও ৯ কোটি হাতে আছে। আমাদের টার্গেট (লক্ষ্যমাত্রা) ১২ কোটি মানুষকে টিকা দেওয়া। সেটি আমরা করতে পারব। এ ছাড়া ৯০ ভাগ শিক্ষার্থীর টিকা দেওয়া শেষ হয়েছে।’ 

করোনার আগেও নিয়ন্ত্রণে ছিল, এখনো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। পরিস্থিতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি আছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত