নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বে প্রতি বছর ৭ লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করে। ১৫ থেকে ১৯ বছর বয়সীদের মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হলো আত্মহত্যা। বিশ্বের মোট আত্মহত্যার ৭৭ শতাংশই ঘটে নিম্ন এবং মধ্য আয়ের দেশে। আত্মহত্যা বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্যই উঠে এসেছে। আজ শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘কর্মের মাধ্যমে আশা তৈরি করা’।
দেশের বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশনের গবেষণা বলছে, করোনার কারণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। আঁচলের গত মার্চের আত্মহত্যা বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে করোনাকালে পুরুষের চেয়ে বেশি নারীরা আত্মহত্যা করেছে। ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট আত্মহত্যার ঘটনা ১৪ হাজার ৪৩৬ টি। এর মধ্যে নারীর আত্মহত্যার ঘটনা ৮ হাজার ২২৮টি এবং পুরুষের আত্মহত্যার ঘটনা ৬ হাজার ২০৮ টি।
আত্মহত্যার ঘটনা পর্যবেক্ষণে দেখা যায়, নিহত ব্যক্তিদের মধ্যে ২০ থেকে ৩৫ বছর বয়সী রয়েছেন ৪৯ শতাংশ, ৫ থেকে ১৯ বছর বয়সী ৩৫ শতাংশ, ৩৬ থেকে ৪৫ বছর বয়সী ১১ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যার অন্যতম কারণ হলো ডিপ্রেশন বা মানসিক অবসাদ। দীর্ঘদিন ডিপ্রেশনে ভোগা ব্যক্তিরা একসময় আত্মহত্যার পথ বেছে নেয়। এ জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের বিষয়েও সচেতন হওয়া প্রয়োজন।
এ বিষয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান বলেন, প্রত্যেকেরই উচিত তার আশপাশের মানুষগুলোর দিকে একটু খেয়াল রাখা। তার মধ্যে কোনো পরিবর্তন এসেছে কি-না সেটা লক্ষ্যে রাখা। এ ক্ষেত্রে পরিবারের মানুষদের দায়িত্ব সবচেয়ে বেশি। পাশাপাশি আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবদেরও উচিত কাছের মানুষগুলোকে অবসাদে ভুগতে দেখলে মানসিকভাবে একটু শক্তি জোগানো। প্রয়োজনে মনোবিদের কাছে নিয়ে যাওয়া।
আরও পড়ুন:
বিশ্বে প্রতি বছর ৭ লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করে। ১৫ থেকে ১৯ বছর বয়সীদের মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হলো আত্মহত্যা। বিশ্বের মোট আত্মহত্যার ৭৭ শতাংশই ঘটে নিম্ন এবং মধ্য আয়ের দেশে। আত্মহত্যা বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্যই উঠে এসেছে। আজ শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘কর্মের মাধ্যমে আশা তৈরি করা’।
দেশের বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশনের গবেষণা বলছে, করোনার কারণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। আঁচলের গত মার্চের আত্মহত্যা বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে করোনাকালে পুরুষের চেয়ে বেশি নারীরা আত্মহত্যা করেছে। ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট আত্মহত্যার ঘটনা ১৪ হাজার ৪৩৬ টি। এর মধ্যে নারীর আত্মহত্যার ঘটনা ৮ হাজার ২২৮টি এবং পুরুষের আত্মহত্যার ঘটনা ৬ হাজার ২০৮ টি।
আত্মহত্যার ঘটনা পর্যবেক্ষণে দেখা যায়, নিহত ব্যক্তিদের মধ্যে ২০ থেকে ৩৫ বছর বয়সী রয়েছেন ৪৯ শতাংশ, ৫ থেকে ১৯ বছর বয়সী ৩৫ শতাংশ, ৩৬ থেকে ৪৫ বছর বয়সী ১১ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যার অন্যতম কারণ হলো ডিপ্রেশন বা মানসিক অবসাদ। দীর্ঘদিন ডিপ্রেশনে ভোগা ব্যক্তিরা একসময় আত্মহত্যার পথ বেছে নেয়। এ জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের বিষয়েও সচেতন হওয়া প্রয়োজন।
এ বিষয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান বলেন, প্রত্যেকেরই উচিত তার আশপাশের মানুষগুলোর দিকে একটু খেয়াল রাখা। তার মধ্যে কোনো পরিবর্তন এসেছে কি-না সেটা লক্ষ্যে রাখা। এ ক্ষেত্রে পরিবারের মানুষদের দায়িত্ব সবচেয়ে বেশি। পাশাপাশি আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবদেরও উচিত কাছের মানুষগুলোকে অবসাদে ভুগতে দেখলে মানসিকভাবে একটু শক্তি জোগানো। প্রয়োজনে মনোবিদের কাছে নিয়ে যাওয়া।
আরও পড়ুন:
শাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
৭ ঘণ্টা আগেমেট্রোরেলের র্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবে যাত্রীরা। তারা ঘরে বসেই র্যাপিড পাসের ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে রিচার্জ করতে পারবে। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ধকল পোহাতে হবে না।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান তিনি...
৯ ঘণ্টা আগেপ্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের আচরণ ‘বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘ব্যক্তির মর্যাদার ওপর সরাসরি আঘাত’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
১১ ঘণ্টা আগে