কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ছাত্র–জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে গেছেন। কিন্তু তিনি সেখানে অবস্থান করে যে বিবৃতি দিচ্ছেন, তা দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয়।
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বুধবার এ বিষয়টি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে জানিয়েছেন।
প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা বিষয়টি উল্লেখ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বিষয়টি স্বীকার করেন।
উপদেষ্টা বলেন, ভারতের গণমাধ্যমে বাংলাদেশের ঘটনাবলি অতিরঞ্জিত করে প্রচার করা হয়। আর ভারতে থেকে সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছেন। তাঁর যেসব বক্তব্য আসছে, তা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয়।
উপদেষ্টা মনে করেন, হাইকমিশনার বিষয়টি তাঁর দেশের সরকারকে জানাবেন।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, ভারত দুই দেশের মানুষের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায়।
তবে শেখ হাসিনার বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্ন এড়িয়ে যান হাইকমিশনার। শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন।
পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে জনকেন্দ্রিক সম্পৃক্ততার কথা বলা হয়েছে। এ ছাড়া সীমান্ত হত্যা বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা ও তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদনের ওপর জোর দেন তিনি।
বাংলাদেশে সংখ্যালঘুসহ সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ধর্মীয়, জাতিগত ও গোষ্ঠীর বিরুদ্ধে কোনো সহিংসতা সহ্য করা হবে না।
ছাত্র–জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে গেছেন। কিন্তু তিনি সেখানে অবস্থান করে যে বিবৃতি দিচ্ছেন, তা দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয়।
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বুধবার এ বিষয়টি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে জানিয়েছেন।
প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা বিষয়টি উল্লেখ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বিষয়টি স্বীকার করেন।
উপদেষ্টা বলেন, ভারতের গণমাধ্যমে বাংলাদেশের ঘটনাবলি অতিরঞ্জিত করে প্রচার করা হয়। আর ভারতে থেকে সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছেন। তাঁর যেসব বক্তব্য আসছে, তা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয়।
উপদেষ্টা মনে করেন, হাইকমিশনার বিষয়টি তাঁর দেশের সরকারকে জানাবেন।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, ভারত দুই দেশের মানুষের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায়।
তবে শেখ হাসিনার বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্ন এড়িয়ে যান হাইকমিশনার। শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন।
পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে জনকেন্দ্রিক সম্পৃক্ততার কথা বলা হয়েছে। এ ছাড়া সীমান্ত হত্যা বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা ও তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদনের ওপর জোর দেন তিনি।
বাংলাদেশে সংখ্যালঘুসহ সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ধর্মীয়, জাতিগত ও গোষ্ঠীর বিরুদ্ধে কোনো সহিংসতা সহ্য করা হবে না।
সব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
১০ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই পুলিশকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য পদক্ষেপ নিতে প্রস্তাব দিয়েছেন পুলিশ সদস্যরা। এ জন্য তাঁরা দ্রুত স্বাধীন কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানান। পুলিশ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে ‘স্বাধীন কমিশন’ গঠনের...
১০ ঘণ্টা আগেতিন সাংবাদিককে চাকরিচ্যুতিতে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
১০ ঘণ্টা আগেপ্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন এবং গবেষণার মাধ্যমে শ্রম অধিকার, শ্রম নীতিমালা, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম অসন্তোষ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের...
১২ ঘণ্টা আগে