Ajker Patrika

রোহিঙ্গা ফেরাতে সুখবর দিতে পারেনি চীন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রোহিঙ্গা ফেরাতে সুখবর দিতে পারেনি চীন

রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরাতে দেশটির সঙ্গে কথা বলে সুখবর দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। সেই বক্তব্যের কয়েক সপ্তাহ পর আজ বৃহস্পতিবার তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিষয়ে চীনের তরফ থেকে কোনো সুখবর মেলেনি বলে জানিয়েছেন মন্ত্রী।

বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তিনি (রাষ্ট্রদূত) বলেছিলেন, সুখবর দেবেন। কিন্তু সুখবর তেমন নতুন কিছু দিতে পারেননি।’

তবে চীনা রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, ‘এখনো কিছু হয়নি। তবে মিয়ানমার রোহিঙ্গাদের নেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে।’

রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, মিয়ানমারের অং সান সুচির নেতৃত্বাধীন সাবেক সরকার রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে যে চুক্তিগুলো করেছিল, সে দেশের বর্তমান সামরিক সরকার সেই চুক্তিগুলো মেনে চলবে বলে চীনকে জানিয়েছে। তবে রোহিঙ্গাদের ফেরার আগে যাচাই-বাছাই করা হবে।

এ ছাড়া, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় অবস্থানরত প্রায় পাঁচ হাজার রোহিঙ্গাকে সে দেশের ভেতরে সরিয়ে নিতে ভূমিকা পালনের জন্য পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে চীনকে অনুরোধ জানান। শূন্য রেখায় রোহিঙ্গাদের অবস্থান বাংলাদেশের জন্য ভয়ের কারণ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, ‘ওদের শূন্য রেখায় রাখা যাবে না।’

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের ফেরানো শুরু করতে কোনো তারিখ ঠিক হয়নি জানিয়ে মন্ত্রী ইঙ্গিত দেন যে, এ বিষয়ে দেশটির সদিচ্ছা নিয়ে তাঁর শঙ্কা আছে। তিনি বলেন, ‘এত দিন ধরে যে অবস্থা, মনে হয় না তাদের সে আগ্রহ আছে। এর আগে দুবারের চেষ্টায় একজন রোহিঙ্গাও ফেরত পাঠানো যায়নি।’

মিয়ানমারের সঙ্গে চীন, জাপান, রাশিয়া ও সিঙ্গাপুরের সুসম্পর্ক আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একমাত্র চীনারা রোহিঙ্গাদের ফেরানো নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের একটি সংলাপ চালিয়ে যেতে সহযোগিতা করে যাচ্ছে।’

বাংলাদেশ সীমান্তের ভেতরে মিয়ানমার থেকে গোলা আসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ঢাকায় মিয়ানমার ও চীনের রাষ্ট্রদূতদের এ বিষয়ে আগে বলা হয়েছিল। এরপর থেকে বোমাবাজি কমে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত