কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরাতে দেশটির সঙ্গে কথা বলে সুখবর দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। সেই বক্তব্যের কয়েক সপ্তাহ পর আজ বৃহস্পতিবার তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিষয়ে চীনের তরফ থেকে কোনো সুখবর মেলেনি বলে জানিয়েছেন মন্ত্রী।
বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তিনি (রাষ্ট্রদূত) বলেছিলেন, সুখবর দেবেন। কিন্তু সুখবর তেমন নতুন কিছু দিতে পারেননি।’
তবে চীনা রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, ‘এখনো কিছু হয়নি। তবে মিয়ানমার রোহিঙ্গাদের নেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে।’
রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, মিয়ানমারের অং সান সুচির নেতৃত্বাধীন সাবেক সরকার রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে যে চুক্তিগুলো করেছিল, সে দেশের বর্তমান সামরিক সরকার সেই চুক্তিগুলো মেনে চলবে বলে চীনকে জানিয়েছে। তবে রোহিঙ্গাদের ফেরার আগে যাচাই-বাছাই করা হবে।
এ ছাড়া, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় অবস্থানরত প্রায় পাঁচ হাজার রোহিঙ্গাকে সে দেশের ভেতরে সরিয়ে নিতে ভূমিকা পালনের জন্য পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে চীনকে অনুরোধ জানান। শূন্য রেখায় রোহিঙ্গাদের অবস্থান বাংলাদেশের জন্য ভয়ের কারণ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, ‘ওদের শূন্য রেখায় রাখা যাবে না।’
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের ফেরানো শুরু করতে কোনো তারিখ ঠিক হয়নি জানিয়ে মন্ত্রী ইঙ্গিত দেন যে, এ বিষয়ে দেশটির সদিচ্ছা নিয়ে তাঁর শঙ্কা আছে। তিনি বলেন, ‘এত দিন ধরে যে অবস্থা, মনে হয় না তাদের সে আগ্রহ আছে। এর আগে দুবারের চেষ্টায় একজন রোহিঙ্গাও ফেরত পাঠানো যায়নি।’
মিয়ানমারের সঙ্গে চীন, জাপান, রাশিয়া ও সিঙ্গাপুরের সুসম্পর্ক আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একমাত্র চীনারা রোহিঙ্গাদের ফেরানো নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের একটি সংলাপ চালিয়ে যেতে সহযোগিতা করে যাচ্ছে।’
বাংলাদেশ সীমান্তের ভেতরে মিয়ানমার থেকে গোলা আসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ঢাকায় মিয়ানমার ও চীনের রাষ্ট্রদূতদের এ বিষয়ে আগে বলা হয়েছিল। এরপর থেকে বোমাবাজি কমে গেছে।’
রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরাতে দেশটির সঙ্গে কথা বলে সুখবর দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। সেই বক্তব্যের কয়েক সপ্তাহ পর আজ বৃহস্পতিবার তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিষয়ে চীনের তরফ থেকে কোনো সুখবর মেলেনি বলে জানিয়েছেন মন্ত্রী।
বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তিনি (রাষ্ট্রদূত) বলেছিলেন, সুখবর দেবেন। কিন্তু সুখবর তেমন নতুন কিছু দিতে পারেননি।’
তবে চীনা রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, ‘এখনো কিছু হয়নি। তবে মিয়ানমার রোহিঙ্গাদের নেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে।’
রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, মিয়ানমারের অং সান সুচির নেতৃত্বাধীন সাবেক সরকার রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে যে চুক্তিগুলো করেছিল, সে দেশের বর্তমান সামরিক সরকার সেই চুক্তিগুলো মেনে চলবে বলে চীনকে জানিয়েছে। তবে রোহিঙ্গাদের ফেরার আগে যাচাই-বাছাই করা হবে।
এ ছাড়া, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় অবস্থানরত প্রায় পাঁচ হাজার রোহিঙ্গাকে সে দেশের ভেতরে সরিয়ে নিতে ভূমিকা পালনের জন্য পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে চীনকে অনুরোধ জানান। শূন্য রেখায় রোহিঙ্গাদের অবস্থান বাংলাদেশের জন্য ভয়ের কারণ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, ‘ওদের শূন্য রেখায় রাখা যাবে না।’
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের ফেরানো শুরু করতে কোনো তারিখ ঠিক হয়নি জানিয়ে মন্ত্রী ইঙ্গিত দেন যে, এ বিষয়ে দেশটির সদিচ্ছা নিয়ে তাঁর শঙ্কা আছে। তিনি বলেন, ‘এত দিন ধরে যে অবস্থা, মনে হয় না তাদের সে আগ্রহ আছে। এর আগে দুবারের চেষ্টায় একজন রোহিঙ্গাও ফেরত পাঠানো যায়নি।’
মিয়ানমারের সঙ্গে চীন, জাপান, রাশিয়া ও সিঙ্গাপুরের সুসম্পর্ক আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একমাত্র চীনারা রোহিঙ্গাদের ফেরানো নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের একটি সংলাপ চালিয়ে যেতে সহযোগিতা করে যাচ্ছে।’
বাংলাদেশ সীমান্তের ভেতরে মিয়ানমার থেকে গোলা আসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ঢাকায় মিয়ানমার ও চীনের রাষ্ট্রদূতদের এ বিষয়ে আগে বলা হয়েছিল। এরপর থেকে বোমাবাজি কমে গেছে।’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর বিদেশযাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। আজ শুক্রবার পুলিশের ফেসবুক পেজে বিষয়টি প্রকাশ করা হয়।
৩ ঘণ্টা আগেরাজধানীর গুলশান থানায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মামলাটি করেন বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌফিকুল আলম। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এবং বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের উপপরিচালক মাইদুল ইসলাম।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডার সরকার। দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে। অর্থাৎ উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে ছয় দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’ শীর্ষক যৌথ অনুশীলন সমাপ্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে এ মহড়া শেষ হয়।
৫ ঘণ্টা আগে